(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফুটবল খেলার খবর : আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারালো ব্রাজিল

আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে ব্রাজিল। ফুটবল খেলার এই খবর যে কেউই আশ্চর্য হয়ে যেতে পারেন। প্রশ্ন আসতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আবার কখন হলো? তবে এটা ঠিক ফুটবল ম্যাচ নয়। ফিফার বর্ষসেরা একাদশ ঘোষণা করা হবে আগামী ১৫ জানুয়ারি।

ফিফার বর্ষসেরা একাদশ ঘোষণা করা হবে আগামী ১৫ জানুয়ারি। এই একাদশ ঘোষণা জন্য তে শুধু সে স্কোয়াড নির্বাচন করেছে ফিফা। সমর্থক, ফুটবল কোচ বিভিন্ন দেশের অধিনায়কের ভোটে নির্বাচিত হয়েছেন ফিফার বর্ষসেরা স্কোয়াডের এই ২৩ সদস্য।

এখানে আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন দুইজন ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন তিনজন। ফিফার বর্ষসেরা স্কোয়াডেই মূলত আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তাদের।

আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন লিওনেল মেসি এবং এমিলিয়ার মার্টিনেজ। অন্যদিকে ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন এডারসন, এইদার মিলিত এবং ভিনিসিয়াল জুনিয়র।

আগামী ১৫ই জানুয়ারি জমকাল দেওয়ার আয়োজন এর মধ্য দিয়ে ঘোষণা করা হবে ২০২৩ সালের ফিফার বর্ষসেরা একাদশ। এই ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড থেকে নির্বাচন করা হবে ফিফার একাদশ টি।

কেমন হলো ফিফার ২৩ সদস্যের স্কোয়াড দেখুন:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, থিবো কোর্তোয়া, এডারসন;
ডিফেন্ডার: ফন ডাইক, জন স্টোন্স, কাইল ওয়াকার, এদার মিলিতাও, রুবেন দিয়াস, রুডিগার ;
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, রদ্রি, বের্নার্দো সিলভা, লুকা মদ্রিচ, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, ইলকায় গুন্দোয়ান;
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ভিনিসিউস জুনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks