(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

icc men’s world cup 2023 schedule : ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি ২০২৩। ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ

icc men’s world cup 2023 schedule : ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি ২০২৩। ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ : আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি এখনো অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। তবে বিশ্বকাপের সময়সূচী সম্পর্কে কিছুটা সম্ভাব্য ধারণা দিয়েছে ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ( Cricbuzz). তাদের প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ নিয়ে যে জল ঘোলা করেছিল পাকিস্তান তার অবসান ঘটেছে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে ভারত পাকিস্তানের ম্যাচের চূড়ান্ত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তান ম্যাচ।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গত বিশ্বকাপের দই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ২০১৯ সালে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেই ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড ।

এবার গতবারের দই ফাইনালিস্টের লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপের যাত্রা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এছাড়াও ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই স্টেডিয়ামে।

ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এদিকে বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের নয় ম্যাচ খেলবে দুই স্টেডিয়ামে। কলকাতার ইডেন গার্ডেন্স ও আসামের গোয়াহাটি স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে নিজেদের ম্যাচ গুলো।

গ্রুপ পর্বের প্রতিটি দল খেলবে নয়টি করে ম্যাচ। এরপর সুপার ফোর এবং ফাইনাল। সুপারফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপের জন্য ১০ টি ভেন্যু প্রস্তুত করছে ভারত।

উল্লেখ্য এরই মধ্যে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া আট দল চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের পর চূড়ান্ত হয়েছে সাউথ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়া। যার মাধ্যমে ৮ দলের বিশ্বকাপের সরাসরি জায়গা নিশ্চিত। বাকি দুই দল আসবে কোয়ালিফায়ার্স ম্যাচ খেলে। ১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচ হবে ৪৮ টি। ৫ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ১৯ নভেম্বর। icc men’s world cup 2023 schedule

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks