(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

GT20 Shakib / সাকিবকে বিতর্কিত আউট দিল ভারতীয় আম্পায়ার

GT20 Shakib / সাকিবকে বিতর্কিত আউট দিল ভারতীয় আম্পায়ার / কি এক বিতর্কিত আম্পায়ারিং এর শিকার হলেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগে প্রতি ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব। আজও এর ব্যতিক্রম নয, তবে ব্যাটিংয়ের শুরুটা আজ সাকিব যেভাবে করেছেন শেষটা সেভাবে করতে পারেননি।

করুণভাবে ব্যাটিং থেকে বিদায় নিতে হয়েছে সাকিব আল হাসানকে। ভারতীয় এক আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছেন সাকিব আল হাসান। সাকিবকে ভুল আউট দিয়েছেন ভারতীয় আম্পায়ার বিজাল প্যাটেল।

ম্যাচের তখন নবম ওভারের খেলা চলছিল নবম ওভারের প্রথম ডেলিভারিতে আউট হন সাকিব। ওসমান কোরাইশির বলটি একটু বাহিরে এসে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু বলতে সুইং করে চলে যায় কিপারের গ্লাভসে। কিপার স্ট্যাম্প ভাঙ্গলেও সাকিব ততক্ষণে পা স্পর্শ করিয়েছেন ক্রীজের ভিতরে।

আউটের সিদ্ধান্তের জন্য আনফিল্ড আম্পায়ার সেটি পাঠিয়ে দেয় তৃতীয় আম্পায়ারের কাছে। কিন্তু টিভি আম্পায়ার রিপ্লাই দিতে বারবার দেখেও সাকিবকে আউটের সিদ্ধান্ত দেন। অথচ স্টাম্প ভাঙ্গার সময় সাকিবের পা ছিল ক্রিজের ভেতরে।

বিতর্কিত এই আউট এর আগে দেড়শ স্ট্রাইক করেছে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান এ সময় ২৪ বলে করেছেন ৩৮ রান। দুই ছক্কা ছয় চারে সাজানো ছিল সাকিবের ইনিংসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks