(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

FIFA announced the schedule & venue of 2026 FIFA World Cup / ২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি প্রকাশ

The opening match of FIFA World Cup 2026 will take place in Mexico City at the Estadio Azteca on 11 June 2026. For the first time, the 2026 World Cup will be held in three countries. The 2026 global tournament will be held in the United States, Mexico, and Canada. FIFA announced the schedule & venue of 2026 FIFA World Cup

The World Cup is being held with the participation of 48 countries. For the first time, the football world will see the 32-team knockout stage. FIFA, the highest governing body of world football, has released the schedule for the 2026 World Cup.

FIFA President Gianni Infantino announced the full schedule for the 2026 World Cup in an event on FIFA TV on Monday, January 5. The 2026 World Cup venue has been announced

The opening match of the World Cup will be held on June 11 at the Azteca Stadium in Mexico. And the final will be held on July 19 at MetLife Stadium in New Jersey.

The group stage of the World Cup will begin on June 11 and will continue until June 27. After that, the final 32-team battle will continue from June 29 to July 3. The round of sixteen games will be played from July 4 to 7.

The quarter final matches will be held from 9 to 11 July. There will be two semi-finals on July 14 and 15. The final will be held on July 19 after the third place match on July 18.

প্রথমবারের মতো ২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশে। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডাতে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে 48 দেশের অংশগ্রহণে।

প্রথমবারের মতো ৩২ দলের নকআউট পর্বের খেলা দেখবে ফুটবল বিশ্ব। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার প্রকাশ করেছে 2026 বিশ্বকাপের সময়সূচি। সোমবার ৫ জানুয়ারি ফিফার সভাপতি gianni infantino ফিফা টিভিতে এক অনুষ্ঠানে ঘোষণা করেছে 2026 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি। ঘোষণা করা হয়েছে ২০২৬ বিশ্বকাপ ভেন্যু।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে ১১ জুন, চলবে ২৭ জুন পর্যন্ত। এরপর ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে শেষ ৩২ দলের লড়াই। রাউন্ড অব সিক্সটিনের খেলা ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। 

৯ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো। ১৪ ও ১৫ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ শেষে ১৯ জুলাই হবে ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks