(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BPL 2024 / Comilla Victorians / বিপিএল ২০২৪ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শক্তিশালী স্কোয়াড

BPL 2024 / Comilla Victorians Team BPL / আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল ২০২৪। ঢাকা বনাম কুমিল্লা ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪। বরাবরই bpl এ শক্তিশালী দল গঠন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও এর ব্যাতিক্রম নয়। দেশি-বিদেশি নামিদামি ক্রিকেটারদের দলে ফিরিয়ে নিজেদের স্কোয়াডটা শক্তিশালী করেছে Comilla Victorians. IPL এর নিয়মিত সদস্যদের এবার দেখা যাবে বিপিএলে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এ নিলাম এর আগে দলেই ধরে রেখেছে মুস্তাফিজুর রহমান ও লিটন দাস এর মত বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকাদের । এছাড়া সরাসরি চুক্তিতে বেশ কিছু ক্রিকেটারকে দলে বেরিয়েছে কুমিল্লা যারা আইপিএলের নিয়মিত সদস্য।

নিলাম এর আগে সরাসরি চুক্তিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে বেরিয়েছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রশিদ খান, নুর আহমেদের মত তারকাদের। যারা আইপিএলের নিয়মিত খেলে থাকেন। আইপিএল এর গতবারের আসরে গুজরাট টাইটান্স এর প্রত্যেকটি জয় বড় ভূমিকা ছিল রশিদ খান ও নুর আহমেদের। এই ২ আউটার লেগ স্পিনার কে এবার দেখা যাবে কুমিল্লা ভিক্টোরিয়ানসে

এটা শুনিল নারিন ও আন্দ্রে রাসেল আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এর নিয়মিত সদস্য। এই দুইজনকেও দলে বেরিয়েছে নাফিসা কামালের ফ্র্যাঞ্চাইজি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে যেকোনো পজিশনে ব্যাটিংয়ের পাশাপাশি চার ওভারের বোলিংয়ে বেশ কার্যকারিতা দেখাতে পারবেন ক্যারিবিয়ান এই দুই অলরাউন্ডার।

পাকিস্তান থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে বেরিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যাদের মধ্যে অন্যতম ওপেনার মোঃ রেজওয়ান, নাসিম শাহ, খুশদিল শাহ, এবং ইফতেখার আহমেদের মত তারকারা৷

বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে দলটিতে আছেন ইমরুল কায়েস রিশাদ হোসেনের মত গুরুত্বপূর্ণ সদস্যরা। কুমিল্লা ভিক্টোরিয়ান কে নেতৃত্ব দিবেন ইমরুল কায়েস। ওপেনিং পজিশনে লিটন দাসের সঙ্গে তাকে দেখা যেতে পারে। তবে যতদিন মোহাম্মদ রেজওয়ান থাকবেন। ততদিন মোহাম্মদ রেজওয়ানকেই দেখা যাবে ওপেনিং এ লিটনের সাথে।

এছাড়ো মিডেল অর্ডারে খুশ দিল শা ইফতেখার আহমেদ তৌহিদ হৃদয়ের মত তারকাদের দেখা যাবে। যারা সম্প্রতি সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে পরিচিত ক্রিকেট বিশ্বে।

কুমিল্লা ভিক্টোরিয়ান স্কোয়াড বিপিএল ২০২৪ :
লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, মোহাম্মদ এনামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks