(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BD CWC23 / চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

BD CWC23 / ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ একটানা হারের কারণে বাংলাদেশ ক্রিকেট দল, আগামী ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে। এবারের আসরে বাংলাদেশের খেলা প্রথম ছয় ম্যাচের মধ্যে কেবল জয় পেয়েছে একটিতে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দল পরবর্তীতে হেরেছে টানা ৫টি ম্যাচে।

আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের হাতে এখনো তিনটা ম্যাচ বাকি আছে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হলে এই তিন ম্যাচের মধ্যে বাংলাদেশকে আদায় করে নিতে হবে দুটি জয়।

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় বেলা দুইটাই কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের, লীগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল খেলবে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি।

বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম স্থানে, বাংলাদেশের পড়ে আছে ইংল্যান্ড। আগামীকাল পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের পজিশনটা ৬ নম্বরে উঠে আসবে। এই পজিশনটা আগামী ১২ নভেম্বর পর্যন্ত ধরে রাখতে হবে বাংলাদেশকে। সেই ক্ষেত্রে হাতে বাকি থাকা ম্যাচ গুলোর মধ্যে অন্তত দুটি ম্যাচে জিততে হবে টাইগারদের।

এদিকে পাকিস্তান দল যদি শীর্ষ আঠের বাহিরে থেকে বিশ্বকাপে লিগ পর্বের খেলা শেষ করে। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য পথটা আরেকটু কঠিন হয়ে যাবে। তখন বাংলাদেশকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য থাকতে হবে বিশ্বকাপের পয়েন্ট টেবিল শীর্ষ ৭ দলের মধ্যে। কারণ পাকিস্তান দল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে অংশ নিবে তাই তারা আটের বাহিরে গেলে বাংলাদেশকে লড়াই করতে হবে শীর্ষ সাত দলের মধ্যে থাকার।

তাই বাংলাদেশের এখন একটাই লক্ষ্য শিষ্য ৮ নয় বরং শীর্ষ ৭ এর মধ্যে থেকেই বিশ্বকাপে লীগ পর্বের খেলা শেষ করা। অর্থাৎ বিশ্বকাপের বর্তমান যে পয়েন্ট টেবিল আছে সেটাতে শীর্ষর সাথে উঠে আগামী ১২ নভেম্বর পর্যন্ত থাকা।

উল্লেখ্য বাংলাদেশ আগামী ৩ ম্যাচে মুখোমুখি হবে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks