(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Ballon d’Or 2023 / মেসি না হল্যান্ড, কে জিতবে ব্যালন ডি’অর ২০২৩? যা বলল গার্দিওলা

Ballon d’Or 2023 Winner Lionel Messi, Erling Haaland, Kylina Mbappe | ব্যালন ডি’অর ২০২৩ কি জিতবে? এই প্রশ্ন করা হলে উঠে আসলে লিওনেল মেসির নাম, দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন মেসি। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি টুর্নামেন্ট জুড়ে দারুন পারফর্ম করা আর্জেন্টাইন মহা তারকা লিওনেল মেসি হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার।

স্বাভাবিকভাবেই তাই লিওনেল মেসের হাতে উঠবে ব্যালন ডি’র। এটাই ধরে নিচ্ছে সবাই। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড। কিলিয়েন এমবাপ্পে লীগ ওয়ান শিরোপা জয়ের পাশাপাশি, পিএসজির হয়ে দারুণ পারফর্ম করেছেন মৌসুমে। আর আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটি হয়ে জিতেছেন ট্রাবল।

ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা মনে করেন আর্লিং হল্যান্ডের হাতেই ব্যালন ডি’অর উঠা উচিৎ। তবে লিওনেল মেসি যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন সেটিও মনে রাখছেন তিনি। মেসি তার পুরনো ছাত্র, আর হল্যান্ড তার নতুন ছাত্র।

ক্যারিয়ারে একটা পর্যায়ে লিওনেল মেসিকে পেপ গার্দিওলা কোচিং করিয়েছেন বার্সেলোনাতে। মেসির সঙ্গে রয়েছে তার দারুন সম্পর্ক ফ্রান্স ফুটবল কর্তৃক দেয়া ব্যালল ডি’অর এর এবারের আসরে কে হবেন বিজয়ী? এই প্রশ্নের উত্তরে পেপ গার্দিওলা হতাশ করেননি মেসি কিংবা হল্যান্ডের কাউকে?

ব্যালন ডি’অর সম্পর্কে গার্দিওলা: “আমি সবসময় বলেছিলাম যে ব্যালন ডি’অর দুটি বিভাগে থাকতে হবে। একটি মেসির জন্য এবং একটি অন্যদের জন্য।” “হ্যালান্ডের ক্ষেত্রে? হ্যাঁ জিততে হবে। আমরা ট্রেবল জিতেছি, সে অনেক গোল করেছে। আমি আর্লিং হল্যান্ডকে জিততে দেখতে চাই। কিন্তু মেলি, লিও বিশ্বকাপ জিতেছে!”

উল্লেখ্য চলতি মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০ অক্টোবর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর ২০২৩ অনুষ্ঠান। সেখানে ঘোষণা করা হবে বিজয়ের নাম। মেসি যদি জিতেন সেই ক্ষেত্রে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর উঠবে মেসির হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks