(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup News 2023 / BAN vs SL | বাংলাদেশকে খু*ন করলো হাথুরুসিংহে | বাংলাদেশের হারের কারণ

Asia Cup News 2023 / BAN vs SL | এশিয়া কাপের প্রথম ম্যাচটি হারের ব্যর্থতা দিয়ে শুরু করেছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ৬৬ বল বাকি থাকতে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা। বাংলাদেশের এমন হার কোনভাবেই কাম্য নয়। যে দল নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দেশের ক্রিকেটের সাধারণ ভক্তরা সেই দলের এমন বাজে পারফরম্যান্স নিঃসন্দেহে পোড়াচ্ছে সবাইকে।

বাংলাদেশের হারের পিছনে বেশ কয়েকটি কারণ উল্লেখযোগ্য, যার মধ্যে অন্যতম চন্ডিকা হাতুরসিংহের ব্যর্থ পরিকল্পনা, টাইগারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় ব্যস্ত ছিল এই লংকান। এশিয়া কাপের আগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ টিম মিটিংয়ে নিজের ছেলেকে নিয়ে উপস্থিত হওয়া নিও সে সময় ব্যাপক সমালোচিত হয়েছিলেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সে সময় নিজের ছেলেকে দিয়ে শ্রীলঙ্কাতে বাংলাদেশের গোপন টি মিটিং এর তথ্য পাচারের অভিযোগ তুলেছিল দেশের গণমাধ্যম, নিজের ছেলেকে নিয়ে টাইগারদের গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে উপস্থিত হওয়ার আগে গণমাধ্যমে সেখানে প্রবেশ নিষেধ নিষিদ্ধ করেছেন চন্ডিকা।

এযেন তার সাজানো পরিকল্পনা। এতগুলোতো চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে তোলা অভিযোগ। তবে মাঠের পারফরম্যান্সে কি করল সাকিব মুশফিকরা। দুই সিনিয়র আছেন দলে, তাদের ব্যর্থতা বাংলাদেশ দলকে বেশ ভুগিয়েছে।

এনামুল হক বিজয়কে যদি একাদশে না রাখতে হয় তাহলে এশিয়া কাপে বাংলাদেশ মাঠে নামার একদিন আগে কেন উড়িয়ে নিয়ে নিয়ে যাওয়া হল তাকে। এনামুল হক বিজয়কে সাইট বেঞ্চে বসিয়ে রেখে তরুণ তানজিদহাসান তামিমকে এশিয়া কাপের মতো বড় মঞ্চে অভিষেক করানোর দুঃসাহস দেখিয়েছেন চন্ডিকা হাজরসিংহে। তার ফল পড়েছে বাংলাদেশের ম্যাচের ফলের উপর ফল তো নয় পড়েছে বিরুপফল । আর তার সুবিধা ভোগ করেছে হাথুসিংহের দেশ শ্রীলংকা।

ওপেনারদের ব্যর্থতা বাংলাদেশকে ভোগিয়েছে শেষ পর্যন্ত মিডেল ওর্ডার হল ধরতে পারেননি অল্প রানে ঘটিয়ে গাছে টাইগাররা। সেই রানের টার্গেট তাড়া করে জয় তুলে নিয়েছে শ্রীলংকা। বাংলাদেশের হারের পিছনে আরও একটি উল্লেখযোগ্য কারণ হলো দুই নির্বাচকম মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের ব্যর্থ পরিকল্পনা। সাত নম্বর পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ছেলে খেলা করেছিল বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা অথচ ৭ নম্বর পজিশনে রিয়াদের জায়গায় যে শেখ মেহেদী দলে জায়গা পেয়েছেন তিনি ছিলেন শতভাগ ব্যর্থ ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যর্থতার পরিচয় দিয়ে ব্যর্থতার ষোল কলা পূর্ণ করেছেন শেখ মেহেদী।

অথচ রিয়াদ এই জায়গাতে কার্যকরী ভূমিকা পালন করার পাশাপাশি তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ সময়ে সাকিব আল হাসান কাজে লাগাতে পারতেন। ব্যর্থ পরিকল্পনার কারণে শ্রীলংকার বিপক্ষে বাজেভাবে হারের মধ্য দিয়ে এশিয়া কাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks