(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2023 / BAN vs SL | মিরাজ-শান্ত রান আউট নিয়ে ঘটলো যে নাটকীয়তা

Asia Cup 2023 / BAN vs SL | এশিয়া কাপ ২০২৩ এ বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ এ ঘটলো অন্যরকম এক ঘটনা। সেঞ্চুরির দ্বার প্রান্তে থাকা সতীর্থর জন্য রান আউট মেনে নিয়ে প্রশংসার পাত্র হলেন মেহেদী হাসান মিরাজ। অবশ্যই তাতে খুব বেশি একটা লাভ হয়নি, সেঞ্চুরি পূর্ণ করতে পারেন নি নাজমুল হোসেন শান্তি তিনি আউট হয়েছেন ৮৯ রান করে।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষ অংশের খেলা চলছিল তখন, কাসুন রাজিথার লেংথ বল স্কয়ার লেগের দিকে খেললেন মেহেদী হাসান মিরাজ। বল গেল সোজা ফিল্ডার বরাবর। তবে দ্রুত রানের আশায় ছুটলেন নন স্ট্রাইকে থাকা নাজমুল হোসেন শান্ত।

নাজমুল হোসেন শান্তর ছুটাছুটি দেখে শুরুতে বের হলেও পরে আর তাতে সায় দিলেন না মিরাজ।বল ধরে নন স্ট্রাইক প্রান্তে থ্রো করেন ধানাঞ্জয়া ডি সিলভা। কিছুক্ষণ সময় নিয়ে স্টাম্প ভাঙেন রাজিথা। ততক্ষণে মিরাজেই আগেই স্ট্রাইক প্রান্তে পপিং ক্রিজে ঢুকে যান শান্ত।

সে সময় ক্রেজে ঢোকার সুযোগ পেয়েছিলেন মিরাজও, কিন্তু তা তিনি করেননি কারণ নাজমুল শান্ত ছিলেন সেঞ্চুরি তার প্রান্তে, তিনি ভালো ব্যাটিং করছিলেন, তার ব্যাটিং দলের জন্য কার্যকরী হতে পারত, তাই আউট মেনে নিয়েছেন তিনি। ফলে বেঁচে যান তিনি। রান আউটে কাটা পড়েন মিরাজ।

এই ঘটনায় মেহেদী হাসান মিরাজকে প্রশংসায় ভাসিয়েছে কমেন্টেটররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks