(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2022 | Record | এশিয়া কাপে দারুণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-মাহমুদুল্লাহ!

Asia Cup 2022 | Record | এশিয়া কাপে দারুণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-মাহমুদুল্লাহ!

এবারের এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট থেকে। এশিয়া কাপের ১৫তম আসর এটি । বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। তবে দরুন সুখবর আছে বাংলাদেশের দুই সিনিয়র খেলোয়াড়ের জন্য। দারুন মাইলফলকের সামনে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব ৫০০ রানের মাইলফলকে পৌঁছাবেন মাত্র ২১ রান করতে পারলে।অন্যদিকে ৫১ রান করতে পারলে ৫০০ রানের মাইলফলক ছুঁতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবকে ওপেনিং বা ওয়ানডাউনে নামতে দেখা যেতে পারে। বিশ্বসেরা অলরাউন্ডার প্রথম ম্যাচে চমক দেখাবেন এমনটাই প্রত্যাশা সকল ভক্তদের। অন্যদিকে সাইলেন্ট কিলার মি.ফিনিশার রিয়াদের কাছে জ্বলে ওঠার সুযোগ। ৫১ রান করতে পারলেই ৫০০রানের মালিক হবেন।

সাকিব ১৮ ম্যাচে এখন পর্যন্ত ৪৭৯ রান করেছেন এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই ফরম্যাটে। অন্যদিকে রিয়াদ করেছেন ৪৪৯ রান ২৫ ম্যাচে। ৫০০ রানের একেবারে কাছে তারা আছেন। তবে এর আগে আরো দুইজন এই মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম মুশফিকুর রহিম ৭৩৯ ও দ্বিতীয় তামিম ইকবাল ৫৩৯ রান করেছেন।

তবে এশিয়া কাপের আসর বাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব খেলেছেন ১২০.৮৬ স্ট্রাইক রেট এবং ২৩.১০ গড়ে করেছেন ২০১০ রান ৯৯টি ম্যাচে। তবে এ দিক দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ সাকিবকে টপকে শীর্ষে আছেন।বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব। কিন্তুু
সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিবেচনা করলে সবার শীর্ষে আছেন রিয়াদ সর্বোচ্চ ১১৯ ম্যাচ খেলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks