(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Asia Cup 2022 : ম্যাচের আগেই বাংলাদেশকে হারানোর হুমকি দিল রশিদ খাঁন। | ban vs afg asia cup | খেলার খবর

Asia Cup 2022 : Asia Cup 2022. Bangladesh vs Afghanistan Asia Cup 2022. Bangladesh cricket team. Bangladesh match Asia Cup 2022

আরব আমিরাতে ২৭ আগস্ট থেকে এশিয়া কাপের এবারের আসর শুরু হতে যাচ্ছে।এশিয়া জাপে আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠবে । এবারের এশিয়া কাপে খেলবে ছয় দল। সরাসরি খেলবে পাঁচ দল। দল গুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান এবং বাচাইঁ পর্ব খেলে হংকং যুক্ত হয়েছে এবারের আসরে।

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান বোলিংয়ে নতুন অস্ত্র নিয়ে হাজির হওয়ার আগাম বার্তা দিলেন। ব্যাটসম্যানদের হুমকি দিয়ে রাখলেন রশিদ খান এশিয়া কাপ শুরুর আগেই। বাংলাদেশের বিপক্ষে নামার আগেই সাকিব-মুশফিক -আফিফ-মাহমুদউল্লাহদেরকে হুমকি দিয়ে রাখলেন রশিদ খান। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ম্যাচ আফগানিস্তানের
সাথে ৩০ আগস্ট। তাই তো রশিদ খানের এমন হুমকি ম্যাচের আগে।

নিজের নজর কাড়া পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বের কাছে খুবই পরিচিতি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই দরুন পারফরম্যান্স করে ভক্তদের মন জয় করেছেন রশিদ খান। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে আসছেন তিনি। রাশিদ খান ছোট দেশের বড় তারকা হিসেবে খ্যাতি পেয়েছেন। তার বোলিং খেলতে বড় বড় ব্যাটম্যান পর্যন্ত দ্বিধাবধ করেন।টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৬৯টি উইকেট শিকার করেছেন রাশিদ খান।

এবারের এশিয়া কাপকে উদ্দেশ্য করে রশিদ খান বলেন,আমি চেষ্টা করি নতুন ধরনের ডেলিভারি করার। নেটে এখন সেগুলো অনুশীলন করছি। কোনো ম্যাচে এখনো সেই ডেলিভারিগুলো করিনি। আশা করি এশিয়া কাপে সফল হতে পারব।বল করার সময় আমি খুব বেশি ভাবি না। সহজ রাখতে চাই পুরো বিষয়টা। কাল কী হবে না ভেবে আজকের ওপর মনোযোগ দিতে চাই। সব সময় চেষ্টা করি সঠিক জায়গায় বল করতে। সেই দক্ষতা আমার আছে। সেটা হলেই অনেক কিছু সহজ হয়ে যায়।Asia Cup 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks