(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Fifa Ranking 2022 | Argentina | Brazil | ফিফা র‍্যাঙ্কিংয়ে ধরা-ছোঁয়ার বাইরে ব্রাজিল! আর্জেন্টিনার অবস্থান কোথায়?

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন। তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনা। প্রত্যেক দলের উন্নতি হলেও অবনতি হয়েছে বাংলাদেশের। ১৯২ তম অবস্থানে আছে বাংলাদেশে ফুটবল টিম। অন্যদিকে উন্নতি হয়েছে বেলজিয়ামের। দ্বিতীয় স্থানে এসে নিজেদেরকে শক্ত স্থানে এনেছেন বেলজিয়াম দল।

ব্রাজিল দল ফিফার ফেভারিট দল হিসেবে পরিচিত। তাদের পারফরম্যান্স ও সবচেয়ে বেশি কাপ জিতার রেকর্ড তাদেরকে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবার উপরের স্থানে রেখেছে। এই দলে ছিল পেলে -রোনালদিনহোর মত বিশ্বমানের খেলোয়াড় । যাদের হাত ধরে বহুদূরে যেতে পেরেছিল ব্রাজিল দল। বর্তমানে নেইমার -রাফিনহো -জেসুস এর মত তারকা আছে দলটিতে। যারা যেকোনো পরিস্থিতিতে ম্যাচকে জেতানোর যোগ্যতা রাখে।

তবে শীর্ষে থাকা দেশগুলো কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। যার ফলে তাদের রেটিং পয়েন্টে কোনো হেরফের ও হয়নি।অন্যদিকে টানা ৩৩ম্যাচ না হারা আর্জেনটিনা আছে ফিফা র‍্যাঙ্কিংয়েতীয় জায়গায় । ২০২২বিশ্বকাপের জন্য নাকি বর্তমান আর্জেনটিনা দলকে তৈরি করেছেন কোচ স্কোলোনি। এই দলে একতা- ম্যাচ জেতানোর নেশা এবং মেসির মত একজন মহাতারকা খেলোয়াড় আছে । যার নাম শুনে প্রতিপক্ষের খিঁচুনি উঠে যায় এমন মহাতারকা আছে আর্জেনটিনা দলে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট১৮৩৭.৫৬ পয়েন্ট। অন্যদিকে চমক দেখিয়ে ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৭৭০.৬৫
তারা এখন ফিফা র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে।
কিন্তু প্রাণ প্রিয় বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে ১৯২তম স্থানে আছেন। রেটিং পয়েন্ট ৮৮৩.১৮ নিয়ে ১৯২তম অবস্থানে আছেন। বাংলাদেশের ক্রিকেটে উন্নতি হলেও ফুটবলে অবনতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks