(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিটনকে নিয়ে শেবাগের পরামর্শের বিরোধিতা আকাশ চোপড়ার! লিটন দাসকে নিয়ে আকাশ চোপড়ার পরামর্শ না শুনে পস্তাতে হলো কলকাতাকে!

লিটনকে নিয়ে শেবাগের পরামর্শের বিরোধিতা আকাশ চোপড়ার! লিটন দাসকে নিয়ে আকাশ চোপড়ার পরামর্শ না শুনে পস্তাতে হলো কলকাতাকে!

২০২৩ আইপিএলের ২২তম ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের বিপক্ষে এদিন শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে কেকেআর। জবাবে মাত্র ১৭.৪ ওভার খেলেই ৫ উইকেটের বিনিময়ে জয় পেয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতার এমন হারের পেছনে রয়েছে লিটন দাসকে বসিয়ে রাখা এবং আকাশ চোপড়ার পরামর্শ আড়াল করে বিরেন্দ্র শেবাগের পরামর্শ অনুসরণ করা।

নিজেদের চতুর্থ ম্যাচেই লিটন দাসকে দলের সঙ্গে পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রহমানুল্লাহ গুরবাজের উপরই ভরসা রেখেছিল দলটি। তাই লিটনকে একাদশের বাইরে রেখে গুরবাজকে দিয়েই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছিল কেকেআর। সেই ম্যাচে ডাক মেরে দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে সাজঘরে ফিরেন গুরবাজ। এরপর সকলের ধারণা ছিল হয়তো আজকের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে গুরবাজকে বাদ দিয়ে লিটন দাস ও জেসন রয়কে নিয়ে ওপেনিং জুটি সাজাবে কেকেআর টিম ম্যানেজমেন্ট। যার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে কলকাতার ওপেনিং জুটিতে লিটন দাসকে আনার পরামর্শ প্রদান করেন আকাশ চোপড়া। এ প্রসঙ্গে তিনি বলেন,

“আমার মনে হয় গুরবাজকে এখন বাদ দেওয়া উচিত। আমার মন বলছে লিটন দাসকে খেলাও। তবে মনে হচ্ছে জেসন রয়কে সুযোগ দেবে। জেসন রয়ের সঙ্গে নারায়ন জাগদেশান ওপেনিং করলে জাগদেশান উইকেট কিপিং করতে পারবে।

তবে আকাশ চোপড়ার এমন কথা উপেক্ষা করে আগের একাদশে ভরসা রেখেই ওপেনিংয়ে গুরবাজকে নামিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার ফল হিসেবে এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন গুরবাজ। ১২ বলে ৮ রান করে আউট হয়ে যান গুরবাজ। ওপেনিংয়ে ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত ২০০ রানের সংগ্রহ যোগাড় করতে পারেনি কলকাতা।

এর আগে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং নিয়ে লিটন দাসকে একাদশে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বীরেন্দর শেবাগ। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার মতে, এ মুহুর্তে গুরবাজের জায়গায় লিটনকে খেলানো ঠিক হবে না। আগে গুরবাজকে অন্তত ৭ ম্যাচ দেখা উচিত। এরপর সুযোগ থাকলে বাকি ম্যাচে লিটনকে সুযোগ দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks