(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মেসি রেকর্ড : এক ম্যাচেই পেলে এবং রোনালদোর রেকর্ড ভেঙে দিলেন মেসি!

পেলে, ব্রাজিল, ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, লিওনেল মেসি, পিএসজি, মেসি রেকর্ড : এক ম্যাচেই পেলে এবং রোনালদোর রেকর্ড ভেঙে দিলেন মেসি!

রেকর্ড এবং মেসি দুটোই যেনো একে অপরের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। লিওনেল মেসি মাঠে নামেনই যেনো রেকর্ড গড়ার উদ্দেশ্যে। পিএসজির হয়ে সবশেষ ম্যাচে মাঠে নেমেই যেনো দুই বিশ্বরেকর্ডে নাম লেখার পাশাপাশি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ও পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

গতকাল (রবিবার, ১৬ এপ্রিল) লেন্সের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে পিএসজি। এই ম্যাচে পিএসজির জয়ে বড় অবদান রেখেছেন মেসি। লেন্সের বিপক্ষে পিএসজির ৩-১ গোলের জয়ের দিনে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। ম্যাচের ৪০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের ব্যাকহিল পাস থেকে নজরকাড়া গোলটি করে রেকর্ডে নাম তুলেন মেসি।

এই গোল করার মাধ্যমে ফুটবল সম্রাট পেলের রেকর্ড ভেঙে দিয়ে শীর্ষস্থানে দখলে নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাব ফুটবলে বর্তমানে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা ফুটবলার লিওনেল মেসি। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে সবমিলিয়ে ১০০৪ টি গোলে অবদান রেখেছেন মেসি। অন্যদিকে কিংবদন্তি পেলে নিজের ফুটবল ক্যারিয়ারে ক্লাব ফুটবলে সর্বমোট ১০০৩ গোলে অবদান রেখেছিলেন।

লেন্সের বিপক্ষে করা এই গোলের মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে লিওনেল মেসির গোলসংখ্যা বর্তমানে ৪৯৫ টি। ৫৭২ ম্যাচ খেলেই ৪৯৫ টি গোলের রেকর্ডটি স্পর্শ করে ফেলেছেন লিওনেল মেসি। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলে সংখ্যাও ৪৯৫ টি। তবে ৬২৬ ম্যাচে ৪৯৫ গোল করেছেন রোনালদো অন্যদিকে তার থেকে ৫৪ ম্যাচ কম খেলেই এই সর্বোচ্চ গোলের এই রেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks