(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

AFC Cup / রেফারি আসরোর গফুরভকে লাল কার্ড দেখানো নিয়ে বিতর্ক

AFC Cup এর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ভারতের উড়িষ্যা। এই ম্যাচের রেফারি আসরোর গফুরভকে লাল কার্ড দেখানো নিয়ে বিতর্ক হয়েছে ব্যাপকভাবে। ম্যাচ এরপর এ নিয়ে খুব প্রকাশ করেছে বসুন্ধরা কিংস এর কোচ, এএফসি কাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের দল বসুন্ধরা কিংস। ক্রিকেটে ভারত বাংলাদেশের লড়াই হলে বিভিন্ন সময় আম্পায়ারিং নিয়ে বিতর্ক হয়ে থাকে। এবার বিতর্ক হল ভারত বাংলাদেশের দুই ক্লাবের লড়াই এর বাজে সিদ্ধান্ত নিয়ে।

আসরোর গফুরভকে দেখানো এই লাল কার্ড নিয়েই বিতর্ক। বসুন্ধরা কিংসকে হারিয়ে দিলো রেফারি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সোমবার এএফসি কাপের ‘ডি’ গ্রুপে শেষ ম্যাচে ওড়িশার বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পরেছে বসুন্ধরা কিংস। প্রথমার্ধের যোগ করা সময়ে বিতর্কিত এক লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পর বাংলাদেশের ক্লাবটি হজম করে ১ গোল।

ওড়িশার আহমেদ জাহুকে মাঝমাঠে পেছন থেকে ফাউল করেন কিংসের আসরোর গফুরভ। কিংসের ডিফেন্ডারকে ছুটে এসে তখনই ধাক্কা মেরে বসেন স্বাগতিক দলের ফরোয়ার্ড জেরি, তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু সেটি চোখে পড়ে নিয়ে রেফারির।

ভিয়েতনামের রেফারির চোখে পড়েছে কেবলমাত্র বাংলাদেশের দল বসুন্ধরা কিংস এর ডিফেন্ডার গফুরভের ট্যাকেলটি। কমেন্টি বক্স থেকে সে সময় বলা হচ্ছিল ধারণা করা হচ্ছে তে হলুদ কার্ড হতে পারে তা সর্বোচ্চ কিন্তু, রেফারি যা করলেন তা হতবাক করেছে সবাইকে।

যদিও গফুরভের ট্যাকল অতটা মারাত্মক যদিও ছিল না, কিন্তু ভিয়েতনামের রেফারি এনগু দাই ল্যান তাকে সরাসরি লাল কার্ড দেখান। রেফারির সিদ্ধান্তে মাঠ ছাড়েন বসুন্ধরা কিংসের উজবেকিস্তানের এই ডিফেন্ডারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks