(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আইসিসি বিশ্বকাপ ২০২৭ এর ভেন্যু চূড়ান্ত

২০২৭ বিশ্বকাপের ৮ মাঠ চূড়ান্ত। বিশ্বকাপ কখন কোথায় কোন মাঠে অনুষ্ঠিত হবে? সে বিষয়টি চূড়ান্ত করেছে আইসিসি। তবে এখনো শুধুমাত্র ঘোষণা করা হয়েছে 2027 ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ এর আয়োজক দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে ও নামিবিয়া।

আগামী বিশ্বকাপের আয়োজক একা দক্ষিণ আফ্রিকা নয়। জিম্বাবুয়ে এবং নামিবিয়াও রয়েছে যৌথ আয়োজকের ভূমিকায়। ক্রিকেট সাউথ আফ্রিকা (ওই দেশের ক্রিকেট সংস্থা) বিশ্বকাপের জন্য আটটি মাঠকে চিহ্নিত করেছে। জিম্বাবুয়ে এবং নামিবিয়া অবশ্য এখনো মাঠ চূড়ান্ত করেনি।

নির্বাচিত আটটি স্টেডিয়াম হলো স্যান্ডটনের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোল্যান্ড পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ব্লুমফনটেইনের মানগাউং ওবাল এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

সবচেয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের মাটিতে। এককভাবে এশিয়ার দেশটি ক্রিকেট বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks