(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মিরাজ বাংলাদেশের ভবিষ্যৎ নেতা – মিরাজের প্রশংসা পঞ্চমুখ দীনেশ কার্তিক

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর আসরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে অবিশ্বাস্য পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ। তরুণ এই টাইগার অলরাউন্ডার ঝলক দেখিয়ে প্রশংসার পাত্র হয়েছেন ক্রিকেট বিশ্বে।



মেহেদী হাসান মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় কিংবদন্তি ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। তার মতে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের পরবর্তী নেতা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে ব্যাটে বলে দুই বিভাগেই পারফর্ম করেছেন মিরাজ। তার মাঝে সাকিবের ছাপ দেখতে পাচ্ছেন দীনেশ কার্তিক

কার্তিক বলেন, ‘আমার মিরাজকে ভবিষ্যতের নেতা মনে হয়। আমি আশা করছি বাংলাদেশ ওকে দেখে রাখবে। সে অফ স্পিন করে, টাইট লাইন ধরে বোলিং করে। এখন সে ব্যাটিংও ভালো করছে, পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠছে সে। সাকিব যাওয়ার পর মিরাজই হবে ওর যোগ্য উত্তরসূরি।’

বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে এদিন ব্যাট হাতে ৫৭ রান করেছেন মিরাজ। এর আগে আপনাদের ১৫৬ রানে অলআউট করে দেয়ার পথে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার।


এবারের বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ১০ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks