(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট / ৬৬২ রানের টার্গেট দিয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড, যা পারেনি ভারতও

বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট / আফগানিস্তানকে ৬৬২ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রান করা বাংলাদেশ, আফগানিস্তানকে অলআউট করে দিয়েছে মাত্র ১৪৬ রানে, যার ফলে টাইগাররা পেয়েছে ২৬৬ রানের লিড।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪২৫ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। যার মাধ্যমে আফগানিস্তানকে রেকর্ড পরিমাণ টার্গেট দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসের ২৬৬ রানের লিডের পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে ৪২৫ রান। আফগানিস্তানের সামনে বাংলাদেশ লক্ষ দাঁড় করিয়েছে ৬৬২ রানের। যার মাধ্যমে অনন্য এক বিস্ম রেকর্ডের পাতায় নাম তুলেছেন বাংলাদেশে, এর আগে করতে পারেনি ভারত ও

ক্রিকেট ইতিহাসের চতুর্থ টেস্ট ক্রিকেট দল হিসাবে প্রতিপক্ষকে চতুর্থ সর্বোচ্চ রানের টার্গেট দেওয়ার দল এখন বাংলাদেশ। বাংলাদেশের আগেই এমন টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকা।

সবার উপরে আছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৮৩৬ রানের টার্গেট দিয়েছিল তারা। এরপর দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে ৭৩৫ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। তিন নম্বর পজিশনে থাকা দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে দিয়েছিল ৬৯৬ রান একটা টার্গেট। চতুর্থ স্থানে আছে বাংলাদেশের ৬৬২ রানের টার্গেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks