(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Zim Afro T10 / জিম আফ্রো টি-টেন এ তাসকিনের দাপুটে বোলিং। মুশফিকের ব্যাটিং ঝড়

Zim Afro T10 / জিম আফ্রো টি-টেন এ তাসকিনের দাপুটে বোলিং। মুশফিকের ব্যাটিং ঝড় / অবিশ্বাস্য হলেও সত্যি জিম আফ্রো টি-টেন লীগে একই দিনে দুই ব্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। দুই ম্যাচের দুটিতেই অবিশ্বাস্য বোলিং ম্যাজিক দেখিয়েছেন তাসকিন। এ সময় দুই ম্যাচ মিলে তাসকিন চার ওভার বোলিং করে স্বীকার করেছেন চার উইকেট। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন মুশফিকুর রহিম। ২০০ স্ট্রাইক রয়েছে ব্যাটিং করেছেন টাইগার ব্যাটার।

দিনের প্রথম ম্যাচে দুই ওভার বোলিং করে সাত রান দিয়ে এক উইকেট পেয়েছেন টাইগার এই পেসার। এরপর দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদ ছিল আরো ভয়ংকর। প্রথম ওভারে পাঁচ টান দিয়ে কোন উইকেট না পেলেও দ্বিতীয় ওভারে একে একে তুলে নিয়েছেন তিন উইকেট। নিজের দ্বিতীয় ওভারে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদন্ড ভেঙে দিয়েছেন তাসকিন। সর্বমোট এই দুই ম্যাচে তাসকিন আহমেদ পেয়েছেন চার উইকেট।

এদিকে ব্যাট হাতে ঝড় তোলা মুশফিকুর রহিম এদিন খেলেছেন ২০০ স্ট্রাইক রেটে। দলের ব্যাটিং বিপর্যয়ের সময় টাইগার এই বেটার হাকিয়েছেন ৮ চার। ২০০ স্ট্রাইক রেটে তিনি করেছেন মাত্র ২৩ বলে ৪৬ রান। তেইশ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন মুশি। তবে ফিফটি পূর্ণ করা হয়নি তার।

জিম আফ্রো টি-টেন প্রথমবারের মতো খেলতে গেছেন এই দুই টাইগার। উদ্বোধনী ম্যাচটি ফ্লাইট লাইটের সমস্যার কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। তাই আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী ম্যাচ। আর পূর্বসূচি অনুযায়ী আরো একটি ম্যাচ থাকায় একই দিনে পরপর দুটি ম্যাচ খেলতে হয়েছে তাসকিন আহমেদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks