(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Brazil new coach? / ব্রাজিলের নতুন কোচ কে? তালিকায় আছেন তিনজন।

Who is Brazil National Football Team new manager? Brazil new coach? / ২০২২ কথার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর দলটির দায়িত্ব ছেড়েছিলেন তিতে। এরপর ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন? সেটাই ছিল প্রশ্ন? ব্রাজিলের নতুন কোচ কে? কার্লো আনচেলেত্তিকে ব্রাজিলের নতুন কোচ হিসেবে চিন্তা করেছিল অনেকেই। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন কার্লো আনচেলেত্তি। যার জন্য তার ব্রাজিলের নতুন কোচ হওয়া হচ্ছে না।

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাম রয়েছে। কার্লো আনচেলেত্তি যখন ব্রাজিলের কোচ হচ্ছে না তখন সেই নামগুলোই উঠে আসছে বারবার।

তিতের বিদায়ের পর যখন কার্লো আনচেলেত্তিকে নিয়ে আলোচনা শুরু হয়নি, তখন, তিনজন কোচের নাম খুব বেশি শোনা যাচ্ছিল। সে তিনজনকে নিয়ে আবারও আলোচনা হচ্ছে।

তারা হলেন আল হিলালের কোচ হোর্হে জেসাস, পালমেইরাসের আবেল ফেরেইরা এবং এখন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা ফার্নান্দো দিনিজ।

আবেল ফেরেইরা। তার জন্ম পর্তুগালে খেলোয়াড়ি জীবন শেষ করে ২০১১ সালে কোচিংয়ে আসেন এই কোচ। ২০২০ সালে পালমেইরাস কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৯টি শিরোপা জিতেছেন।

হোর্হে জেসাস। ৬৯ বছর বয়সী এই কোচ বর্তমানে আছেন সৌদি প্রো লীগের দল আল হিলালে। এর আগে ব্রাজিলের ক্লাব ফ্লামিঙ্গোতে ছিলেন। সেখানে সাফল্য পাওয়ার পর ব্রাজিল ছাড়েন তিনি। তার ক্লাব ফ্লামিঙ্গো সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছিল তার অধীনে।

ফার্নান্দো দিনিজ। তুমি ব্রাজিলের বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ ব্রাজিল জাতীয় দলটা তার অধীনে খুব ভালো ফর্মে নেই তার জয়ের সাফল্য ৩৮.৯ শতাংশ। সম্প্রতি সময়ে ব্রাজিলের বাজে পারফরমেন্সের জন্য দায়ী করা হয় ফার্নান্দো দিনিজকে। তবে ক্লাব ফুটবলে তার সুখ্যাতি রয়েছে তাকে বলা হয় ব্রাজিলের গার্দিওয়ালা। ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে তার নামটা আছে জোরালো ভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks