(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Vitor Roque Red card Barcelona vs Alaves : ভিতর রকির লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ বার্সা কোচ জাভি

Vitor Roque Red card Barcelona vs Alaves La Liga match. Xavi Sad For Vitor Roque Red card decision by referee. বার্সেলোনার ম্যাচে দ্বিতীয়বারের মতো বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোলে দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকি। গতরাতে বার্সেলোনা আলাভেসকে পরাজিত করেছে ৩-১ গোলে। লা লিগা ম্যাচে বার্সেলোনা বনাম আলাভেস ম্যাচে মাত্র ১৩ মিনিট খেলেছেন ভিতর রকি। আর এই ১৩ মিনিটেই মুদ্রার এপিট ওপিঠ দেখেছেন ব্রাজিলিয়ান তরুণ। লাল কার্ড দেখে ছাড়তে হয়েছে মাঠ।

ম্যাচের ৫৯ তম মিনিটে মাঠে নেমেছেন ভিতর রকি। এরপর তিনি গোলে দেখা পেয়েছেন ৬৩তম মিনিটের সময়। ৪ মিনিটের ব্যবধানে গোল করে বার্সার স্কোর লাইনকে ৩-১ করেছেন বিতর রকি।

এর পর ম্যাচেত ৬৮ রম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষের ফুটবলারকে ফাউল করে, এবং দ্বিতীয় হলুদ কার্ড তিনি দেখেন ৭২ তম মিনিটের সময়। যা হয়ে চাই লাল কার্ড এই ঘটনায় ক্ষুধ্য প্রতিক্রিয়া দেখিয়েছে বার্সা।

বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে ভিতরে রকের লাল কার্ড তুলে নিতে আবেদন করবে তারা। এই ঘটনায় আপিল করবেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়েই বিস্ময় প্রকাশ করলেন বার্সেলোনা কোচ
“ভিতো হকের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করব আমরা। এটা স্পষ্ট যে সিদ্ধান্তটি ভুল ছিল। আরও একবার আমাদের সঙ্গে এরকম হলো। আজকে রর্বেত (লেভানদোভস্কি) গোল করেছে এবং দারুণ খেলেছে। ভিতোও খুব ভালো খেলেছে, গোল এনে দিয়েছে। তাকে বাইরে পাঠিয়ে দেওয়াটা ছিল অন্যায্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks