(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

UCL match news / চ্যাম্পিয়নস লীগের রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির দুর্দান্ত জয়

In the UEFA Champions League round of 16 Real Madrid vs RB Leipzig match, controversy arose over the cancellation of RB Leipzig’s goal due to offside. But in the end Real Madrid won 1-0 against RB Leipzig. Manchester City defeated Copenhagen in the match on the day. Man City beat Danish champions Copenhagen 3-1 in UEFA Champions League round of sixteen match.

UEFA Champions league round of 16 Real Madrid vs RB Leipzig match এ অফসাইডের কারণে RB Leipzig এর গোল বাতিল নিয়ে তৈরি হয় বিতর্ক। কিন্তু শেষ পর্যন্ত RB Leipzig এর বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতে ১-০ গোলে।

দিনের ওপর ম্যাচে ম্যানচেস্টার সিটি পরাজিত করেছে কোপেন হেগেনকে। উয়েফা চ্যাম্পিয়নস লীগের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ ডেনমার্ক চ্যাম্পিয়ন কোপেন হেগেনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যান সিটি।

রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেছেন দিয়াজ ম্যাচের শুরুর অংশে RB Leipzig এর গোল যদি বাতিল না হতো তাহলে বিপদ হয়ে দাঁড়াতে রিয়াল মাদ্রিদের জন্য। দ্বিতীয় আর্থের দিয়াজের একমাত্র গলে জয় নিশ্চিত করে রিয়াল।

এদিকে ম্যানচেস্টার সিটির দুর্দান্ত জয়ে, বড় ভুমিকা রেখেছেন বেলজিয়ামের তারকা কেভিন দি ব্রুইনা। নিজে গোল করার পাশাপাশি সতীর্থ বেনার্দো সিলভাকে দিয়ে গোল করিয়েছেন এই তারকা।

সব মিলিয়ে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি জয় ৩-১ গোলে শেষ আটে এক পা দিয়ে রেখেছে Pep Guardiola এর দল। পরবর্তী ম্যাচ নিজেদের মাঠে খেলবে ম্যানসিটি একইভাবে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঝে দ্বিতীয় লিগের ম্যাচটি খেলবে।

controversy about VAR RB Leipzig goal disallowed – know more what say football analysts-
Rodrygo appeared to keep Benjamin Sesko onside but VAR ruled RB Leipzig’s goal offside.

Thierry Henry: “The disallowed goal was the correct decision. I also thought it was a goal, but on the replay, you can see it is not. As a player, you are told if you are offside, don’t get involved. He involves with Lunin, even if the push is little – he was offside.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks