(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

T20 World Cup 2022 : BAN vs ZIM : শ্বাসরুদ্ধকর ম্যাচে জিম্বাবুয়েকে শে বলে হারালো বাংলাদেশ! যেভাবে সেমিতে যাবে বাংলাদেশ! শেষ মুহুর্তে যা ঘটলো মাঠে! জানুন

T20 World Cup 2022 : BAN vs ZIM : বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ : জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের জয় বাংলাদেশ। তবে এক ম্যাচে এ জয়ের স্বাদ পায় দুবার। প্রথমবার জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে আম্পায়ার বল চেক করায় দেখেন, বাংলাদেশের কিপার সোহান স্টাম্পের আগে এসে বল ধরেন। যেটা আইসিসির নিয়মের মধ্যে পরে। আর এতেই আবার ব্যাটিংয়ের সুযোগ পায় জিম্বাবুয়ে কিন্তু এবারও মুজারাবানি বল মিস করায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দিনের শুরুতে ব্রিজবেনে টসে জিতে ব্যাটিংয়ে যা বাংলাদেশ। সৌম্য সরকার ২ বলে আউট হওয়ার পর দলের একাই হাল ধরেন শান্ত। শান্তোর ৭১ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ১৫০ রানের টার্গেট দেয় বাংলাদেশ দল। শান্ত ছাড়া এদিন আর কেওই জলে উঠতে পারেননি। আফিফ কিছুটা রানের দেখা পেলেও থাকতে পারেনি বেশিসময়।

১৫১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। তবে তাদের টপ ওয়ার্ডাকে ধুয়ায় মিশিয়ে দেন মুস্তাফিজ-তাসকিনরা। কিন্তুু উইলিয়ামস-বার্লের দুর্দান্ত জুটি জিম্বাবুয়েকে জয়ের আশা দেখায়।উইলিয়ামসনের ৬৪ রানে অপরাজিত থাকায় জয়টা সহজ লাগছিল তাদের আর তখনই উইলিয়ামসকে সাকিব রান আউট করায় খেলার মোড় ঘুড়ে যায়। শেষ ওভারে তখন জিম্বাবুয়ের দরকার ছিল ১৬রান।

শেষ ওভারেই ঘটল নো বলের নাটক। মুস্তাফিজ-তাসকিনের ওভার শেষ হওয়াতে সাকিব বল দিলেন মোসাদ্দেক হোসেনকে। এক ওভারে দুই উইকেট নিয়ে জয় ও পেয়ে যায় বাংলাদেশ দল।তবে শেষ বলে উইকেটের সামনে এসে বল ধরেছিলেন নুরুল হাসান। স্ট্যাম্পিংয়ের বদলে টেলিভিশন আম্পায়ার দিয়েছেন নো বল। স্ট্যাম্পিং না করলে হয়তো আগের ম্যাচের মত ৫ রানের পেনাল্টি পেতেন জিম্বাবুয়ে।

আবারো মাঠে নামতে হয় দুই দলকে। জয় উদযাপন করে আবার হারের ভয় নিয়ে মাঠে নামে টিম টাইগার। কারন বলটি ছিল নো-বল। তারপর মোসাদ্দেকের বল মুজারাবানি মিস করায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে ১রান কমে ৩রানের জয় পায় বাংলাদেশ দল।T20 World Cup 2022 : BAN vs ZIM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks