(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের শরিফুলের বোলিং দেখ আইপিএলের দলগুলোর আফসোস

ban vs nz | shoriful islam bowling / ipl 2024 আইপিএলের ২০২৪ আসরে নিলামে ছিল শরিফুল ইসলামের নাম বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে বেরিয়েছে চেন্নাই সুপার কিংস ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। তবে নিলামের নাম থাকলেও দল পাওয়া হয়নি শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের। এর পিছনে অবশ্যই কারণ রয়েছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন সময়ে হঠাতই শরিফুল ইসলাম ও আইপিএলকে ঘিরে আলোচনা শুরু হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা চমৎকার ভাবে পার করছেন শরিফুল। শরিফুল ইসলাম যেন কেউই ব্যাটারদের সামনে একেবারে গোলকধাঁধার নাম।

টাইগার এই বোলার কে সামলানোর জন্য বেগ পেতে হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটারদের। প্রথম ম্যাচের শরিফুল ইসলাম পেয়েছেন ৩ উইকেটের দেখা। সে ম্যাচে বাংলাদেশ পেয়েছে দারুন জয়।

এরপর দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুল ইসলাম ছিলেন আপন আলোয় উজ্জ্বল। দুইটা ওভার বোলিং করেছেন সেখানে ১ উইকেট তুলে নিয়েছেন। নতুন বোলে শরিফুলের কার্যকারিতা দেখা গেল আরো একবার।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় ডেলিভারিতে তিনি ফিরিয়েছেন পিন আ্যলানকে। নতুন বরের শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিং স্বপ্নের মত মনে হতে পারে যে কারো টি-টোয়েন্টিতে যার বেশ কত রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দক্ষতার কদর তো রয়েছেই তাইতো শরিফুল ইসলামকে দলে ভেড়ানোর পরিকল্পনায় ছিল বেশ কয়েকটি দল।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরিফুলকে অনাআপত্তি পত্র না দেওয়ার বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়ার পর শরিফুলকে আর দলে ভিরাতে পারেনি কোন দল। তাই এখন টি-টোয়েন্টিতে শরিফুলের অবিশ্বাস্য বোলিং দেখে আফসোস আইপিএলের দলগুলোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks