(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সোহান ও উইন্ডিজ ক্রিকেটারের মারামারি ঘটনা নিয়ে মূল রহস্য জানালো রংপুর রাইডার্স

It has been reported that Rangpur Riders captain Nurul Hasan Sohan and Comilla Victorians’ Windies player got involved in a fight at a point of discussion at the team hotel in Chittagong. Daily Samakal reported about the witness of the incident that Sohan was removed from the scene by others before the situation became complicated.

বিপিএল চলাকালীন সময়ে মাছ পথে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো চট্টগ্রাম। বিব্রতকর এক পরিস্থিতি তৈরি করেছেন কাজী নুরুল হাসান সোহান ও চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান স্যার এক উইন্ডিজ ক্রিকেটার ।

বিপিএলের চট্টগ্রাম পর্বের ৩য় দিনে চট্টগ্রামে টিম হোটেলে কথা কাটাকাটির এক পর্যায়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইন্ডিজ এক ক্রিকেটার হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাতে দৈনিক সমকাল জানিয়েছে, পরিস্থিতি জটিল হওয়ার আগেই ঘটনাস্থল থেকে সোহানকে সরিয়ে নেন অন্যরা।

বিপিএল খেলতে চট্টগ্রামের রেডিসন হোটেলে অবস্থান করছে একসাথে পাঁচ দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা সেখানে রুম নিয়ে সোহান ও উইন্ডিজ ক্রিকেটারের মাঝে বাঁধে গন্ডগোল। ল

পরে এই ঘটনা নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্স অন্যতম কর্তা তানিন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্ট্রগ্রামে অনুশীলন করতে আছে রংপুর। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রংপুরের ম্যানেজার শাহনিয়ান তানিন। সেখানে সোহানের হাতাহাতির ঘটনার ব্যাখ্যা জানতে চান সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, সত্যি বলতে হোটেলে এমন কিছু ঘটেনি, যা নিয়ে নিউজ করার দরকার ছিল। আমাদের সব দলের ক্রিকেটারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। আমরা একটা হোটেলে পাঁচ দল থাকছি। সব সময় তাদের সঙ্গে ফ্লোরে দেখা হয়, কথা হয়। তাদের সঙ্গে অনেক আড্ডা হয়। সোহানের সাথে তেমনটাই হয়েছে।

‘কিন্তু মিডিয়াতে যেমনটা বলা হচ্ছে সোহানের সঙ্গে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এসব পুরোটাই ভুল। কারণ, আমি সেখানেই ছিল।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks