Neymar saw the red card while acting for the penalty : অভিনয় করতে গিয়ে লাল কার্ড দেখতে হলো নেইমারকে!

Neymar saw the red card while acting for the penalty : অভিনয় করতে গিয়ে লাল কার্ড দেখতে হলো নেইমারকে!

বিশ্বকাপ যাত্রা শেষে পিএসজির জার্সিতে আবারো মাঠে নেমেছে নেইমার জুনিয়র। তবে বিশ্বকাপ থেকে যন্ত্রণাদায়ক বিদায়ের পর এবার পিএসজির হয়ে ম্যাচ খেলতে নামাটাও সুখকর হয়নি নেইমারের জন্য।

গতরাতে স্টার্সবার্গের বিপক্ষে পিএসজি জিতেছে ২-১ গোলে। শেষ মুহুর্তে কিলিয়ান এমবাপ্পের গোলে জয়ের মুখ দেখে ফরাসি জায়ান্টরা। তবে এমন জয়ের দিন হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে। ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় লাল কার্ড কপালে জুটেছে নেইমারের।

ম্যাচের ৬১তম মিনিটে প্রতিপক্ষে খেলোয়াড় থমাসসনকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। তবে নেইমারের দ্বিতীয় হলুদ কার্ড দেখা নিয়ে সমালোচনা চলছে ব্যাপক। সেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার নিজেই।

মূলত ম্যাচের ৬২তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে নিজে নিজে ডাইভ করে পড়ে যান নেইমার জুনিয়র। হয়তোবা পেনাল্টি পাওয়ার আশায় এমন ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছিলেন নেইমার। তবে নেইমারের এমন অভিনয় নজর এড়াতে পারেনি রেফারির। সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখিয়ে দেন রেফারি।

লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাকবিতন্ডায় জড়ান নেইমার। এরপর মাঠ ছেড়ে উঠে যেতে হয় ব্রাজিলিয়ান এই তারকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks