(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নেইমারের খবর : কোপা আমেরিকা ২০২৪ খেলা হচ্ছেন নেইমারের

শঙ্কা ছিল আগে থেকেই, শেষ পর্যন্ত সেই শঙ্কাটাই সত্যি হলো। নেইমার জুনিয়র কোপা আমেরিকা ২০২৪ থেকে বাদ পড়বেন, ব্রাজিলের ডাক্তার লাসমার নিশ্চিত করেছেন। ২০২৪ কোপা আমেরিকার খেলা হচ্ছে না নেইমারের। নেইমারের ইনজুরির খবর জানিয়ে এমনটা বলেছেন ব্রাজিলের চিকিৎসক।

গত অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন নেইমার। এরপর থেকেই তার মাঠে-পিনা নিয়ে জল্পনা কল্পনায় ছিল ভক্তরা। কবে মাঠে ফিরবেন নেইমার। সেটাই প্রশ্ন

আসমার জানিয়েছেন কোপা আমেরিকা শুরু হতে যে সময় রয়েছে এর মাঝে নেইমারের ফিরে আসার সম্ভাবনা খুবই কম। নেইমার সুস্থ হতে নতুন বছরের আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এর আগে জুনে বসতে যাচ্ছে কোপা আমেরিকা আসর, প্রথমবারের মতো ষোল দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা ২০২৪। এই আসরকে সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে, নিজেদের মতো করে। এমন সময়ে কিনা নেইমারকে নিয়ে এই খবর ব্রাজিলকে অসস্তিতে ফেলে দিয়েছে।

নেইমার জুনিয়র কে নিয়ে ব্রাজিলের চিকিৎসকরা রদ্রিগো লাসমার বলেন কোপা আমেরিকার আগে যে সময় রয়েছে এর মাঝে নেইমার সেরে ওঠার কোন সম্ভাবনা নেই, এই প্রসঙ্গে তিনি বলেন

“খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে কোপা আমেরিকা। এই সময়ের মাঝে নেইমার জুনিয়র এর ফিরে আসার সম্ভাবনা নেই। আমি মনে করি নতুন বছরের আগস্টেই নেইমার খেলার জন্য পুরনো ফিট হয়ে উঠবেন। কোপা আমেরিকায় খেলায় তার সম্ভাবনা নেই ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks