(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Neymar injury update : নেইমারের মাঠে ফিরা নিয়ে যা বলল ব্রাজিল দলের চিকিৎসক

Neymar will return to the poet field? Rodrigo Lasmar, the doctor of the Brazilian national football team, said the latest injury status of Neymar. Lasmar told Spanish newspaper Mundo Deportivo about Neymar’s return to the field, “We are not even halfway through his rehabilitation yet. Only when we complete his 9 or 10 months of physiotherapy will we be able to say anything for sure about his return to the field.

কবে মাঠে ফিরবেন নেইমার? ইনজুরির পর থেকেই নেইমারের মাঠে ফিরা নিয়ে এটা সবচেয়ে বড় প্রশ্ন নেইমার ভক্তদের। গত ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন নেইমার ।

সে সময় তার কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাটাই সত্যি হয়েছে। কোপা আমেরিকা ২০০ খেলতে পারবে না নেইমার, তা গত ডিসেম্বরেই জানিয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের চিকিৎসা লাসমার।

বাঁ হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। সেরে উঠতে লম্বা সময় লাগবে তার এবার জানা গেল, নেইমার জুনিয়র এর মাঠে ফিরতে কত দিন সময় লাগতে পারে?

নেইমারের মাঠে ফিরা নিয়ে কথা বলেছেন ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক । জানিয়েছেন তারকা ব্রাজিলিয়ান এই সুপারস্টার এর ইনজুরির বর্তমান অবস্থা। নেইমারের ইনজুরির অবস্থা সম্পর্কে জানিয়ে রাদ্রিগো লাসমার যা বললেন তা মোটেও স্বস্তির নয়।

নেইমারের মাঠে ফেরা নিয়ে স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভোকে লাসমার বলেছেন, ‘আমরা এখনো তাঁর পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি। যখন আমরা ৯ কিংবা ১০ মাসের তাঁর ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু আমরা তাঁর মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব।’

এখন অপেক্ষা কবে নেইমার মাঠে ফিরবেন সে বিষয় নিয়ে চূড়ান্ত দিনক্ষণ জানার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks