(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

New Champions League format from 2024/25. উয়েফা চ্যাম্পিয়নস লীগের নতুন ফরমেট। কিভাবে হবে খেলা?

New Champions League format from 2024/25, confirmed. অনেক দিন ধরে দীর্ঘ আলোচনা শেষে অবশেষে তা চূড়ান্ত হলো। ২০২৪-২৫ মৌসুম থেকে ৩৬ দলের ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতায় থাকছে না কোনো গ্রুপ পর্ব। রাউন্ড রবিন লিগ ভিত্তির প্রথম ধাপে দলগুলোর ম্যাচ সংখ্যাও বাড়ছে। কয়েক বছর আগে এই এই ফরমেট নিয়ে আলোচনা শুরু করে উয়েফা। এরপর ২০২১ সালে ইউফার কার্যনির্বাহী সভায় এর চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

বর্তমানে যে ফরমেটে উয়েফা চ্যাম্পিয়নস লীগ অনুষ্ঠিত হয়, সেখানে ৩২ দল লড়াই করে গ্রুপ পর্ব থেকে। গ্রুপ পর্বে প্রত্যেকে একে অপরের মুখামুখি হয়ে থেকে। হোম এবং এওয়ে ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে ফাইনালের আগ পর্যন্ত।

২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট:
চ্যাম্পিয়নস লীগের নতুন ফরম্যাটে থাকছে না গ্রুপ পর্ব। সেখানে প্রাথমিক র‍্যাংকিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে ৯টি করে দল জায়গা পাবে। এরপর ড্রয়ের ভিত্তিতে প্রতিটি পট থেকে একটি দলের দুটি করে প্রতিপক্ষ নির্বাচন করা হবে এবং প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে একবারই মুখোমুখি হবে সেই দল।

এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে। যার ফলে বড় বড় দলগুলোর মুখোমুখি ম্যাচের সম্ভাবনা তৈরি হবে আরও বেশি। যেমন বার্সা রিয়াল, ম্যান সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ পিএসজি, ইন্টার, জুভেন্টাস, চেলসির মত দল গুলো মুখামুখি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হবে ব্যপকভাবে।

কীভাবে দলগুলো নকআউট পর্বে উঠবে?
চ্যাম্পিয়নস লীগ কিংবা ফিফা বিশ্বকাপ ফুটবলের বড় বড় টুর্নামেন্ট গুলোতে যেভাবে হয়ে থাকে, প্রতিটি জয়ী দল পাবে ৩ পয়েন্ট করে, আর ড্র করা দল পাবে ১ পয়েন্ট করে, রাউন্ড রবিন লীগ পর্ব ম্যাচ শেষ করে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নিবে শেষ ষোলোয়।

আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।

আর এরপর শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচ গুলোর ফরমেটে অবশ্যই কোনো পরিবর্তন আসেনি। তাই বর্তমানে যেভাবে নকআউট পর্ব হয়, সেভাবেই চলবে চ্যাম্পিয়ন্স লীগের নতুন ফরমেটের শেষ ষোলর ম্যাচ গুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks