(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Mustafiz news : মুস্তাফিজের মাথায় আঘাত, ইনজুরি কতটা গুরুতর? জানুন

Mustafiz news : Comilla Victorians were practicing ahead of bpl 2024 match at Zahoor Ahmed Chowdhury Stadium in Chittagong. Mustafizur Rahman was hit on the head there. Mustafiz was immediately taken to the hospital in an ambulance after the ball hit him on the head. After the CT scan, it was found that Mustafiz’s injury was not serious and he was kept under 24-hour observation at the Imperial Apollo Hospital.

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুস্তাফিজুর। এরপর অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের ইম্পেরিয়াল অ্যাপোলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানিয়েছে, মুস্তাফিজের মাথায় সেলাই লাগলেও চোট বাহ্যিক, অভ্যন্তরীণ নয়। ফলে খুব বেশি চিন্তার কিছু নেই। বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন মুস্তাফিজ। সেখানে বিসিবির মেডিকেল টিমের সদস্যরাও আছেন।

এদিকে বিসিবির মেডিকেল বিভাগের সদস্যরা জানিয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে তারা। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ইম্পেরিয়াল অ্যাপোলে হাসপাতালের চুক্তি থাকায় সেখানকার ডাক্তাররা মুস্তাফিজুর রহমানের চিকিৎসা করছে।

ইম্পেরিয়াল অ্যাপোলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত মোস্তাফিজকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে তারা তার মাথায় সমস্যা ইন্টার্নাল নয়। জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে যাওয়ার প্রয়োজন নেই ফিজের।

ইম্পেরিয়াল অ্যাপোলে হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর নেতৃত্বাধীন দল সার্বক্ষণিক মুস্তাফিজের খোঁজখবর রাখছেন এবং আপডেট জানাচ্ছেন প্রয়োজনে মোস্তাফিজকে 48 ঘন্টা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হতে পারে সেই ক্ষেত্রে আগামীকাল যে ম্যাচ রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেটা খেলা হবে না মুস্তাফিজের।

প্লে অফ নিশ্চিত করতে হলে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোস্তাফিজের মত বড় তারকাকে পাচ্ছেনা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেটা নিঃসন্দেহে দলটির জন্য ভীষণ হতাশার পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks