(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IPL এ purple cap হারালো মুস্তাফিজুর রহমান। কে সর্বোচ্চ উইকেট শিকারী কে?

IPL 2024 : Most Wicket IPL 2024 / Mustafizur Rahman CSK IPL / purple cap in ipl 2024. আইপিএলের এবারের আসলে প্রথম তিন ম্যাচের তিনটাতেই দারুন পারফর্ম করে সাত উইকেট পাওয়ার মধ্য দিয়ে এবারের পার্পেল ক্যাপটা নিজের করে নিয়েছিল মুস্তাফিজুর রহমান। হঠাৎ আইপিএল থেকে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজ, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কে সামনে রেখে আমেরিকার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে।

আর দেশে এসেই দুঃসংবাদ পেল বাংলাদেশী পেসার। কাটার মাস্টার হারিয়েছেন তার পার্পেল ক্যাপ। মুস্তাফিজুর রহমান ৭ উইকেট নিয়ে আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় সবার উপরে অবস্থান করছিলেন।

কিন্তু গত ম্যাচে গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার লড়াইয়ে মোহিত শর্মা পেয়েছিল উইকেট যার মধ্য দিয়ে মুস্তাফিজকে পিছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় উপরে উঠে গেছেন তিনি। বর্তমানে মোহিত শর্মার উইকেট ৭টি।

তবে ইকোনোমি রেটে ফিজের থেকেও এগিয়ে থাকায় তিনি সবার উপরে অবস্থান করছেন। পার্পেল ক্যাপটা হারিয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের এবারের আসরে তার কবে ফিরা হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ আমেরিকার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে পাসপোর্ট জমা দেওয়ার কারণে এখনো ফিরে পায়নি পাসপোর্ট।

আর পাসপোর্ট ফিরিয়ে না পাওয়া পর্যন্ত মোস্তাফিজুর রহমান যেতে পারবেন না ভারতে। সেই ক্ষেত্রে আজকের ম্যাচ তো বটেই, আগামী ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে চেন্নাই সুপার কিংস এর সেই ম্যাচটাও মিস করতে পারেন মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks