(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Mustafizur Rahman CSK IPL 2024 / মুস্তাফিজকে জ্বলন্ত ফিজ উপাধি দিয়ে একি বলল চেন্নাই সুপার কিংস

Mustafizur Rahman IPL 2024 / Mustafizur Rahman CSK IPL 2024 : ipl 2024 auction মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলেই বেরিয়েছে Channai Super Kings. ফিজ কে দলে নিয়ে ভীষণ খুশি ফ্র্যাঞ্চাইডিটি । আইপিএলের নিলামের পর থেকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিভিন্ন সময় নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিশিয়াল পেজগুলো থেকে পোস্ট করে থাকে CSK.

এবার মুস্তাফিজকে নিয়ে তেমনি এক পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চেন্নাই নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে মুস্তাফিজের জাতীয় দলের বোলিং অ্যাকশনের একটি ছবি পোস্ট করেছে।

মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পড়ে বোলিং করছেন। মুস্তাফিজের সেই বোলিং অ্যাকশনের ছবি আপলোড করে ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে “Fiery Fizz in Chepauk loading” অর্থাৎ জ্বলন্ত মুস্তাফিজ লোডিং…..

এর আগে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানের ফিজ নামটা পরিবর্তন করে দিয়ে দিয়েছে “মুজ” এবার মুস্তাফিজুর রহমানকে জ্বলন্ত ফিজ উপাধি দিয়ে এমন পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্টে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এর আগে আরো চারটা দলে খেলেছেন মুস্তাফিজুর রহমান। শুরুটা সানরাইজার্স হায়দারাবাদের জার্সিতে। সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ কে ২০১৬ আইপিএল এ চ্যাম্পিয়ন করার পথে ১৭ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

এরপর মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দারাবাদের দুই মৌসুম কাটিয়ে চলে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। পরে মুস্তাফিজুর রহমান মুম্বাইতে এক মৌসুম খেলে, পাড়ি জমিয়েছেন রাজস্থান রয়েলসে। এরপর রাজস্থান রয়েলসে এক বছর কাটিয়ে মুস্তাফিজুর রহমান সব শেষ দুই আইপিএল মৌসুম খেলেছেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।

এরপর এবারের আইপিএলের নিলাম এর আগে প্লেয়ারসনে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটাল। আর নিলাম ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস। নিজের আইপিএল ক্যারিয়ারের পঞ্চম দল হিসেবে চেন্নাইয়ের জার্সি পড়বেন কাটার মাষ্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks