(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বাংলাদেশ-শ্রীলংকা লড়াই আইপিএলে, মুস্তাফিজের বোলে ক্যাচ ধরে, যেকারণে উদযাপন করেননি পাথিরানা।

মুস্তাফিজুর রহমানের বোলে ডেভিড ওয়ার্নার আউট হয়েছেন মাথিশা পাথিরানার হাতে ক্যাচ দিয়ে। চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঘটে এ ঘটনা। CSK vs DC ম্যাচি মুস্তাফিজুর রহমান নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে এসেই আউট করেছেন ডেভিড ওয়ার্নার কে।

ফিজের বল সুইফ করতে গিয়ে পাথিরানার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার একেবারে শূন্যে ভেসে চমৎকার এক ক্যাচ লুফে নিয়েছেন লঙ্কা নেই তারকা।

এ সময় সতীর্থদের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন তিনি মুস্তাফিজুর রহমানের ছুটে এসেছেন মাথিশা পাথিরানার কাছে। ততক্ষণ পর্যন্ত কোন উদযাপন করতে দেখা যায়নি লঙ্কা নেই পেসাকে।

ক্যাচ ধরে মাটিতে শুয়ে ছিলেন তিনি, অনেকটা সময় পরে তাকে নিয়ে চেন্নাই সুপার কিংস এর ক্রিকেটাররা মেতে উঠেছে উদযাপনে। পাথিরানার এমন আচরণ দেখে অনেকেই বলছে বাংলাদেশের ক্রিকেটারকে উইকেট পেতে সাহায্য করায় ক্যাচ উদযাপন করেনি লঙ্কা এই পেসার।

মুস্তাফিজুর রহমান ও নিজের দুটো ছবি একসাথে পোস্ট করা একটি পোস্টকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মাথিশা পাথিরানা। সেখানেই কমেন্ট সেকশনে এমন অভিযোগ করেছে দুইজন ভক্ত।

সেই কমেন্টে তারা বলছে কোন বাংলাদেশী ক্রিকেটারকে প্রথমবারের মতো লংকান কোন ক্রিকেটার সাহায্য করেছে মাঠে। এজন্যই মূলত তিনি ক্যাচ ধরে আর উদযাপন করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks