(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Messi vs Ronaldo / বর্ষসেরার তালিকায় জায়গা না পেয়ে মেসিকে খোঁচা দিয়ে একি বলল রোনালদো

Messi vs Ronaldo / IFFHS এর বর্ষসেরা সংক্ষিপ্ত ১০ জনের তালিকায় জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বের লম্বা সময় ধরে মেসি বনাম রোনালদো এই ট্যাগ নিয়ে আলোচনা হয়। সময়ের অন্যতম সেরা ২ তারকার চির প্রতিদ্বন্দ্বিতা রয়েছে অনেক দিন ধরে। এবার আইএফএফএইচএস এর বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি, আর্লিং হল্যান্ড, কিলিয়ান এমবাপ্পের সাথে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর।

পর্তুগিস মহাতারকা বিষয়টি সহ্য করতে পারেননি ২০২৩ সালে ফুটবল বিশ্বের সর্বোচ্চ গোলদাতা CR7. রোনালদো ২০২৩ সালে করেছেন ৫৪ গোল যা বিশ্বের অন্য সকল ফুটবলারের থেকেও বেশি। যেখানে লিওনেল মেসি করেছেন কেবল মাত্র ২৮ গোল

২৮ গোল করা লিওনেল মেসি বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও জায়গা হয়নি ৫৪ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোর, এই বিষয়টি রোনালদোর কাছে একেবারেই অসামঞ্জস্য মনে হয়েছে।

তাই IFFHS এর বর্ষসেরা নিয়ে করা পোস্টে রোনালদো হাসির ইমোজি দিয়ে মেসি হল্যান্ডদের খোঁচা দিয়েছেন তার মতে এই বর্ষসেরার তালিকা একেবারেই বেমানান।

এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি তোলপাড়। এ বছর আর নাসের ও পর্তুগাল জাতীয় দলটার হয়ে ৫৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন পর্তুগিজ তারকা। তবে বছরের সেরা ফুটবলার হওয়ার তালিকায় নেই তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks