(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসি ট্রান্সফার : ব্রেকিং নিউজ!নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মেসি!

লিওনেল মেসি, ট্রান্সফার নিউজ, বার্সালোনা, ফুটবল ট্রান্সফার, পিএসজি, লিওনেল মেসি ট্রান্সফার : ব্রেকিং নিউজ!নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মেসি!

পিএসজিতে অনিশ্চিত মেসির ভবিষ্যৎ। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসলেও এখনো পর্যন্ত চুক্তি নবায়ন করেননি মেসি। এদিকে মেসিকে দলে ভেড়ানোর কাতারে উঠে এসেছে বেশ কয়েকটি দলের নাম। তার মধ্যে তার পুরনো ক্লাব বার্সালোনা ও সৌদি প্রো লিগের ক্লাব আল – হিলালের নাম অন্যতম। তবে কোন ক্লাবে পাড়ি জমাবেন মেসি তা এখনো অনিশ্চিত। এসবের মাঝে এবার নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি।

চলতি বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। তবে এখনো পর্যন্ত ফরাসি ক্লাবটিতে চুক্তি নবায়ন করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। পিএসজি চুক্তি নবায়ন করতে মরিয়া হয়ে থাকলেও ক্লাবের অভ্যন্তরীণ বিষয় এবং চুক্তি নবায়নে জুড়ে দেওয়া বিভিন্ন বিষয় নিয়ে নাখোশ মেসি। অন্যদিকে পিএসজির সঙ্গে যখন চুক্তি নবায়ন ঝুলে আছে ঠিক তখনই প্রথমবারের মতো মেসিকে দলে ভেড়ানোর জন্য চোখ কপালে ওঠা প্রস্তাব পাঠিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল। মেসিকে দলে ভেড়াতে বার্ষিক ৩৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে আল-হিলাল।

এদিকে মেসিকে আবারো ক্যাম্প নূ’তে ফেরানোর জন্য উঠেপড়ে লেগেছে বার্সালোনা। ফ্রি এজেন্ট হিসেবে মেসিকে দলে নিতে ক্লাবের ফিন্যান্সিয়াল দিক বিবেচনা করছে হুয়ান লাপোর্তারা। মেসিকে দলে নিলে আনসু ফাতি, ফেরান তোরেস ও জর্ডি আলবার মতো তারকাদের ছেড়ে দিবে বার্সালোনা। এছাড়াও মেসিকে পাওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন ক্লাবটির সহ-সভাপতি রাফা ইউস্তে, কোচ জাভি হার্নান্দেজ ও সভাপতি হুয়ান লাপোর্তা।

সবকিছুর মাঝে এতোদিন নিশ্চুপ থাকলেও এবার নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন মেসি। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে মেসির যেই কথা বলেছেন তা হয়তো সন্তোষজনক নাও হতে পারে মেসি ও বার্সালোনা ভক্ত

নিজের ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে মেসি বলেন, আমি জানি না, আমার ভবিষ্যৎ কোথায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks