(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মেসির ইনজুরির খবর : প্রীতি ম্যাচের আগেই আর্জেন্টিনা পেল দুঃসংবাদ

MLS এর নতুন দর্শনের দারুন ছুটে চলে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে বিপাকে পড়েন লিওনেল মেসি। মেসির ইনজুরির খবর এখন আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার কারণ। concacaf champions cup 2024 রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি।

চলতি মাসে আর্জেন্টিনা খেলবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ফিফা নতুন উইন্ডোতে আর্জেন্টিনার আগামী ম্যাচের সময়সূচী জানা গিয়েছে আগেই। কদিন আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছে আর্জেন্টিনার স্কোয়াড। সেখানে ছিলেন লিওনেল মেসি।

কিন্তু ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোট পাওয়ায় লিওনেল মেসির এখন আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

কনকাসেফ চ্যাম্পিয়নস কাপেত ম্যাচের পর এক বিবৃতিতে মেসির হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। সে কারণে মেজর লিগ সকারের গতকাল রাতের ম্যাচে ডি.সি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি আট বারের বালন দ’র জয়ী তারকার। লুইস সুয়ারেসের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে মায়ামি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মায়ামি কোচ টাটা মার্টিনো বলেছেন, ‘আমি বলেছিলাম আজকের ম্যাচে মেসি খেলবে না এবং সে ছিল না। ও চোটে ভুগছে। জাতীয় দলে মেসি খেলতে পারবেন কি না, এটা তাঁরাই ভালো বলতে পারবেন।’  

পুনর্বাসনে থাকা মেসি কবে নাগাদ দলে ফিরবেন, এ নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি মার্টিনো। তবে সংবাদমাধ্যম হেরনোস জানিয়েছে, আগামী মাসের শুরুতে কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে লিগা এমএক্সের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সে ম্যাচে ফিরতে পারেন মেসি।

উল্লেখ্য কোপা আমেরিকা ২০২৪ আসরকে সামনে রেখে প্রতিটি ম্যাচে প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে আর্জেন্টিনা। এমন সময়ে লিওনেল মেসি ইনজুরি নিঃসন্দেহে দুশ্চিন্তায় রাখবে আর্জেন্টিনাকে। চলতি মাসে আর্জেন্টিনা খেলবে কোস্টা রিকা এবং এল সালভাদোরের বিপক্ষে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks