(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Liton das kkr ipl : KKR vs SRH | KKR XI | লিটনকে কলকাতার একাদশে দেখতে চাননা শেবাগ | লিটন দাশ কলকাতা আইপিএল ২০২৩

Liton das kkr ipl : KKR vs SRH | KKR XI | লিটনকে কলকাতার একাদশে দেখতে চাননা শেবাগ | লিটন দাশ কলকাতা আইপিএল ২০২৩ : কলকাতা নাইট রাইডার্সের তিন ম্যাচ খেলার পর লিটন দাস যোগ দিয়েছেন ক্যাম্পে।তবে তিন ম্যাচ খেলা কলকাতার হয়ে ওপেন করেছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।লিটনকে একাদশে জায়গা দিতে হলে গুরবাজকে বাদ দিতে হবে। কিন্তু তিন ম্যাচেই ভাল খেলেছেন গুরবাজ।এক ফিফটিসহ ৯৪ রান, গড় ৩১.৩৩, স্ট্রাইক রেট১৩০.৫৫।

লিটনের জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে কলকাতার একাদশে। তাই কলকাতার একাদশে লিটনের জায়গা এখনই দেখছেন না শেবাগ।তিনি বলেছেন, ‘আমার মতে, এ মুহূর্তে গুরবাজের জায়গায় লিটনকে খেলানো ঠিক হবে না। আগে গুরবাজকে অন্তত ৭ ম্যাচ দেখা উচিত। এরপর সুযোগ থাকলে বাকি ম্যাচে লিটনকে সুযোগ দেওয়া উচিত।’

লিটনের সুযোগ না হলেও জেসন রয়ের একটা সুযোগ দেখছেন শেবাগ। শেবাগ বলেন ‘গুরবাজের জায়গায় রয়কে নেওয়া যেতে পারে। কিংবা তাকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবেও খেলানো যেতে পারে।’ কলকাতা সর্বশেষ দুই ম্যাচেই জিতেছে। টিম ম্যানেজমেন্ট এই একাদশ বদলাতে চাইবেন না

লিটন কে খেলাতে হলে গুরবাজ কে বাদ দিতে হবে। তবে তার পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট কলকাতা, ‘কেকেআর ম্যানেজমেন্টে গুরবাজের পারফরম্যান্সে অনেক খুশি। আমার মনে হয় না গুরবাজকে পরিবর্তন করে কেকেআর লিটনকে খেলাবে।’ এমনটাই জানান রোহান গাভাস্কার।

এখন পর্যন্ত না খেলা রয়ের সঙ্গেও লিটনকে লড়াই করতে হবে। শেবাগ গুরবাজের জায়গায় লিটনের সুযোগ না দেখলেও রয়ের একটা সম্ভাবনা দেখছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গুরবাজের জায়গায় রয়কে নেওয়া যেতে পারে। কিংবা তাকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবেও খেলানো যেতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks