(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসি ট্রান্সফার : মেসি ফিরছে বার্সালোনায়! প্রথমবারের মতো মুখ খুলেছে

লিওনেল মেসি বার্সালোনা, মেসি পিএসজি, মেসি ট্রান্সফার নিউজ, লিওনেল মেসি ট্রান্সফার : মেসি ফিরছে বার্সালোনায়! প্রথমবারের মতো মুখ খুলেছে বার্সালোনা!

লিওনেল মেসি ও পিএসজির চুক্তি নবায়ন যেনো ঝুলেই আছে। এখনো পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে সম্মতি দিতে পারেননি মেসি। অন্যদিকে এর মাঝে লিওনেল মেসির বার্সালোনাতে ফেরার গুঞ্জন দিন দিন বেড়েই চলেছে। এবার মেসির বার্সালোনায় ফেরার ব্যাপারটি আরো ডালপালা মেলেছে বার্সার ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে।

দীর্ঘ দিন ধরেই মেসির সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফরাসি জায়ান্টরা। ফরাসি জায়ান্টদের সেই চেষ্টায় সাড়া দিতে এখন পর্যন্ত দেখা যায়নি মেসিকে। এর মাঝে মেসিকে আবারো দলে ফেরাতে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন দলটির কোচ ও মেসির সতীর্থ জাভি হার্নান্দেজ। অন্যদিকে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাও ইতিমধ্যে জানিয়েছেন ক্যারিয়ারের একটা সময় মেসিকে আবারো বার্সালোনার জার্সিতে দেখতে চান তিনি। এবার মেসিকে নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন বার্সালেনার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তে।

মেসিকে বার্সালোনায় ফেরানোর ব্যাপারে তিনি বলেন, “আমরা মেসির সাথে যোগাযোগ করেছি। লিও জানে আমরা তাকে কতটা উপলব্ধি করি। আমি তাকে এখানে ফিরিয়ে আনতে চাই। আমি দুই বছর আগে চুক্তির আলোচনায় জড়িত ছিলাম। এখনো মনে আছে, মেসিকে ছেড়ে দেওয়া কতটা কঠিন ছিল। নিশ্চয়ই মেসি বার্সালোনা ক্লাব এবং এই শহরকে ভালোবাসে। তাই আমরা তাকে এখানে ফিরিয়ে আনার জন্য এবং তার ইতিহাস চালিয়ে যাওয়ার জন্য সঠিক পথ খুঁজে পাব।

এবারই প্রথমবারের মতো মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে মুখ খুলেছে বার্সালোনা। কাতালান দলটি যে মেসির সঙ্গে নতুন করে চুক্তি করে তাকে ফিরিয়ে আনতে চায় সে বিষয়টি এখন স্পষ্ট। তাই হয়তো শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করে ক্যাম্প ন্যু’তে ফিরবেন লিওনেল মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks