(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসি রেকর্ড : রোনালদোকে ছাড়িয়ে দূর্দান্ত এক রেকর্ড গড়লেন লিওনেল মেসি!

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্লাব ক্যারিয়ার গোল, লিওনেল মেসি রেকর্ড ২০২৩ লিওনেল মেসি রেকর্ড : রোনালদোকে ছাড়িয়ে দূর্দান্ত এক রেকর্ড গড়লেন লিওনেল মেসি!

টানা দুই হারের পর স্বস্তির জয়ের দেখা পেল পিএসজি। পিএসজির এই জয়ে বড় অবদান রেখেছেন লিওনেল মেসি। মূলত মেসির হাত ধরেই স্বস্তির এই জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা। লিগ ওয়ানের ম্যাচে ওজিসি নিসের বিপক্ষে পিএসজি জিতেছে ২-০ গোলে। পিএসজির করা দুই গোলের দুটিতেই অবদান রেখেছেন মেসি।

এই ম্যাচে এক গোল করার পাশাপাশি এক গোলে অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। যার মাধ্যমে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। নিসের বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটে নুনো মেন্ডেসের ক্রস থেকে নান্দনিক এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান মেসি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসির নেওয়া কর্ণার থেকে গোলের দেখা পান সার্জিও রামোস।

নিসের বিপক্ষে এই গোল করার মাধ্যমে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে রেকর্ডের খাতায় নাম তুলে ফেললেন লিওনেল মেসি। ৭০১ গোল করার মাধ্যমে ইউরোপের ক্লাব পর্যায়ে এতোদিন সর্বোচ্চ গোলের মালিক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের হয়ে ৯৪৯ ম্যাচ খেলে ৭০১ গোল করেছিলেন রোনালদো। এবার রোনালদোর এই রেকর্ডটি তার থেকে ১০৩ ম্যাচ কম খেলেই ভেঙে দিলেন মেসি। ইউরোপের ক্লাব পর্যায়ে মাত্র ৮৪৬ ম্যাচ খেলেই ৭০২ গোল করার মাধ্যমে রোনালদোকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি।

নিসের বিপক্ষে এক অ্যাসিস্ট করার মাধ্যমে আরো একটি মাইলফলকে নাম লিখিয়েছেন মেসি। রামোসের গোলে অ্যাসিস্ট করার মাধ্যমে মেসি স্পর্শ করেছেন ১০০০ গোলে অবদান রাখার রেকর্ড। বর্তমানে ক্লাব ক্যারিয়ারে লিওনেল মেসির গোলসংখ্যা ৭০২ ও অ্যাসিস্ট রয়েছে ২৯৮ টি। মোট ১০০০ গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks