(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল ইসলাম

IPL 2024 : আইপিএল ২০২৪ আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজুর রহমান খেললেও বাংলাদেশ থেকে অন্তত আরো দুজন ক্রিকেটার, সুযোগ পেতেন আইপিএলের এবারের আসরে। কিন্তু তা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাঁধার কারণে। এবার আইপিএলের মাছ পথে বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য। শরিফুল ইসলামকে আইপিএল খেলার জন্য এসএমএস দিয়েছিল লখনৌ সুপার জায়ান্ট এমনটাই জানিয়েছে শরিফুল নিজেই।

আইপিএল থেকে প্রস্তাব পাওয়া নিয়ে আজ বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা এই পেসার ঢাকার মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, তিনিও আইপিএল খেলার প্রস্তাব পেয়েছেন।

শ্রীলঙ্কা সিরিজ থেকে জিম্বাবুয়ে সিরিজ-ঘরের মাঠে দুটি দ্বিপাক্ষিক সিরিজের মাঝে এক মাসের মতো সময়ের জন্য শরিফুলকে ছাড়তে রাজি ছিল বিসিবি। এ ব্যাপারে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের শরিফুল বলেছেন, ‘লখনৌ থেকে এসএমএস দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি ওভাবে দেওয়া হয়েছিল।’

তবে ভবিষ্যতে আইপিএল খেলার আশা হারাচ্ছেন না এই বাঁহাতি পেসার। দারুণ ছন্দে থাকা শরিফুল জানালেন, ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও সুযোগ আসবে, ‘ইচ্ছে তো আছে, সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশা আল্লাহ একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে, ইচ্ছেও আছে, সুযোগ পেলে ভালো কিছু করব ইনশা আল্লাহ।’

এদিকে শুধু শরিফুল ইসলাম নয় আইপিএল খেলার প্রস্তাব এসেছিল তাসকিন আহমেদের কাছে। অন্তত দুবার আইপিএল খেলায় প্রস্তাব পেয়ে দেশের ক্রিকেটের কথা চিন্তা করে সেগুলো ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks