(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest FIFA Ranking, 4 April 2024 : ফিফা র‍্যাংকিং প্রকাশ। কোথায়? ব্রাজিল আর্জেন্টিনা?

Latest FIFA Ranking, 4 April 2024 : প্রকাশিত হলো ফিফা র‍্যাংকিং ২০২৪। ফিফার সবশেষ আন্তর্জাতিক বিরতিতে দুটা করে প্রীতি ম্যাচ খেলেছে দলগুলো ব্রাজিল নিজেদের সব শেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে যথাক্রমে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের দুটা প্রীতি ম্যাচ খেলেছে এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে।

নিজেদের সবশেষ দুই ম্যাচের মধ্যে ইংল্যান্ডকে ব্রাজিল এক শূন্য ব্যবধানে পরাজিত করলেও স্পেনের সঙ্গে তিন তিন গোলে ড্র করেছে। মধ্য দিয়ে ফিফা র‍্যাংকিংয়ে খুব বেশি একটা পরিবর্তন হয়নি ব্রাজিলের।

অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের দুই ম্যাচেই এল সালভাদর ও কোস্টা রিকাকে পরাজিত করেছে। টানা দুই ম্যাচের দুটিতেই জিতে আর্জেন্টিনা বেড়েছে রেটিং পয়েন্ট ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পয়েন্ট টেবিল এর শীর্ষস্থানে অবস্থান করছে আর্জেন্টিনা।

ফিফার প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা আছে এক নম্বর পজিশনে। ২ নম্বর পজিশনে অবস্থান করছে ফ্রান্স। তিন নম্বর পজিশনে আছে বেলজিয়াম। ৪ নম্বর পজিশনে ইংল্যান্ড, পাঁচ নম্বর পজিশনে ব্রাজিল।

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে ৬ নম্বর পজিশনে। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের অবস্থানটা ৮ নম্বরে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির অবস্থান ১৬।

ফিফার নতুন র‍্যাংকিংয়ে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল দলের বর্তমান অবস্থান দাঁড়িয়েছে ১৮৪ তম স্থানে দুইটা ম্যাচ খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা।

ফিফা নতুন র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দল হল

১। আর্জেন্টিনা
২। ফ্রান্স
৩। বেলজিয়াম
৪। ইংল্যান্ড
৫। ব্রাজিল
৬। পর্তুগাল
৭। নেদারল্যান্ডস
৮। স্পেন
৯। ইটালি
১০। ক্রোয়েশিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks