(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সাকিব আল হাসান আইপিএল ২০২৩ : নিতিশ রানাকে হটিয়ে সাকিবকে অধিনায়ক করবে কলকাতা নাইট

সাকিব আল হাসান, নিতিশ রানা, আইপিএল, কলকাতা নাইট রাইসাকিব আল হাসান আইপিএল ২০২৩ : নিতিশ রানাকে হটিয়ে সাকিবকে অধিনায়ক করবে কলকাতা নাইট রাইডার্স!

আইপিএলের আগেই অধিনায়ক হারিয়ে বিপাকে পড়ে কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত অধিনায়ক শ্রেয়াস আয়ারের ইঞ্জুরির কারণে ছিটকে যাওয়ার পর নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান অথবা অ্যান্দ্রে রাসেলকেই চেয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা। তবে অ্যান্দ্রে রাসেলের চেয়ে সাকিব আল হাসানই সবচেয়ে বেশি এগিয়ে ছিল কেকেআরের যোগ্য অধিনায়ক হওয়ার দৌঁড়ে।

তবে সকল ভক্তদের আশায় পানি ফেলে অনভিজ্ঞ নিতিশ রানাকে অধিনায়ক ঘোষনা করে কলকাতা নাইট রাইডার্স। যার ফলস্বরুপ প্রথম ম্যাচেই শোচনীয় হারের মুখ দেখেছে শাহরুখ খানের দল। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭ রানের হার দিয়ে যাত্রা শুরু করেছে নিতিশ রানার অধীনে খেলা কেকেআর।

আইপিএল ছাড়া নিতিশ রানাকে তেমনভাবে পারফর্ম করতে দেখা যায় না ঘরোয়া ক্রিকেটেও। আইপিএলেও ধারাবাহিকভাবে পারফর্ম করতে কখনো দেখা যায়নি নিতিশ রানাকে। এছাড়াও নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। অভিষেক হওয়ার পরের পরের ম্যাচ খেলেই দল থেকে বাদ পড়েছিলেন নিতিশ রানা। ব্যাট হাতে ঘরোয়া লিগ ও আইপিএল মিলিয়ে নিতিশ রানা খেলেছেন ১৫৩ ম্যাচ। ব্যাট হাতে করেছেন ৩,৫৪৫ রান। পার্টটাইন বোলার হিসেবে পেয়েছেন ২৩ উইকেট। তবে অধিনায়ক হিসেবে ঘরোয়া ক্রিকেটেও ক্যারিয়ারটা মোটেও সফল নয় নিতিশ রানার। নিতিশ রানাকে অধিনায়ক করার পর থেকে ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেট লিগ রঞ্জি ট্রফি জিততে পারেনি দিল্লি ক্রিকেট টিম। সবশেষ অধিনায়ক গৌতম গম্ভীরের অধীনে ২০০৭-২০০৮ মৌসুনে এই ট্রফি জিতেছিল দিল্লি।

অন্যদিকে বাংলাদেশ দলের জার্সিতে অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন সাকিব আল হাসান। সম্প্রতি ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এই দুই সিরিজেই নিজের অধিনায়কত্বের প্রতিভার পাশাপাশি ব্যাট-বল হাতে ঝলক দেখিয়েছেন সাকিব, গড়েছেন একাধিক রেকর্ড। সাকিব অধিনায়ক হিসেবে যে কতটা দায়িত্বশীল তা বলতে ভুল করেননি টম মুডি ও হার্শা ভোগলেরা।

তাইতো অনঅভিজ্ঞ নিতিশ রানাকে অধিনায়ক ঘোষণা করার পর থেকেই ভক্তদের সসমালোচনার তোপের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচ হারের পর এবার এই সমালোচনা বেড়েই চলেছে। কলকাতার অফিশিয়াল ফেসবুক পেইজে সকল পোস্টের নিচে সাকিব-সাকিব রব উঠেছে। নিতিশ রানাকে অধিনায়ক থেকে সরিয়ে সাকিব আল হাসানকে অধিনায়ক করার দাবি তুলেছে কেকেআর সমর্থকেরা।

এর আগে ২০২০ সালে টানা ব্যর্থতার পর দীনেশ কার্তিককে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে ইয়ন মরগানকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

এবারও হয়তো ঘটতে যাচ্ছে এমন কিছু। কেকেআরে দলের সঙ্গে সাকিব আল হাসান যোগ দিতে পারেন তৃতীয় ম্যাচের সময়। নিতিশ রানার ব্যর্থতার কারণে ভক্তদের সমালোচনার মুখে পড়ে সাকিব আল হাসানকেই হয়তো অধিনায়কের দায়িত্ব দিতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks