(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ipl auction 2023 : তাসকিনকে দলে চাই কলকাতা নাইট রাইডার্স

আইপিএল ২০২২ সালের নিলামের পর তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে দলে ভেড়াতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। কিন্তু বাংলাদেশের ম্যাচ থাকায় তাসকিন আহমেদ সে সময়কার প্রস্তাবটাকে না করে দিয়েছে ২০২৪ আইপিএলে নিলামে আরো একবার থাকছে তাসকিন আহমেদের নাম। তাসকিনের ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি। এবারে নিলাম থেকে তাসকিন আহমেদের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা নাইট রাইডার্স নাকি তাসকিনকে দলে নিতে চাই।

ভারতীয় সংবাদ মাধ্যমে আনন্দবাজার এক প্রতিবেদনে লিখেছে তাসকিন আহমেদকে দলে নিতে নিলামের ঝাঁপিয়ে পড়বে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাকি এবারের আইপিএল থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য পরিকল্পনা করছে যেখানে ৮ জন ক্রিকেটারকে নিয়ে তাদের একটা শর্ট লিস্ট করেছে তারা। সেই আটজন ক্রিকেটার এর মধ্যে আছেন বাংলাদেশের একজন। আর সেই একজন হলেন তাসকিন আহমেদ।

এবারের আইপিএল এর প্লেয়ার রিটেনশনে কলকাতা নাইট রাইডার্স দল থেকে ছেড়ে দিয়েছে অন্তত ১২ জন ক্রিকেটারকে। তাই নিলাম থেকে ১২ ক্রিকেটারকে দলে-ভিরাতে পারবে কলকাতা নাইট রাইডার্স। সেই ১২ জন ক্রিকেটারের মধ্যে আছে চারজন বিদেশি ক্রিকেটারের স্লট খালি।

কলকাতা নাইট রাইডার্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে এবারের আইপিএল এর নিলাম থেকে তারা চারজন ব্যাটার, দুইজন উইকেট রক্ষক ব্যাটার, দুই জন অলরাউন্ডার এবং চারজন পেজ বলার কে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।

আইপিএলে প্লেয়ার রিটেনশনে নিলাম এর আগে কলকাতা ছেড়ে দিয়েছে উমেশ যাদব, শারদুল ঠাকুর টিম সাউদি, লকি ফর্গাসনের এর মত পেসারদের। স্বাভাবিকভাবেই নিলামে পেসারদের উপর বাড়তি আকর্ষণ থাকবে কলকাতার, আর সেই আকর্ষণে রক্ত তাসকিন আহমেদ।

বাংলাদেশের এসআরকে দলে ভেড়াতে নাকেই নিলাম থেকে চেষ্টা করবে গৌতম গম্ভীর। যিনি এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর ডাগআউটে থাকবেন মেন্টর হিসেবে। এর আগে কলকাতা দল থেকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময় ধরে।

তার অধীনে কলকাতায় সাকিব আল হাসান খেলেছিল, গৌতম গম্ভীরের ইচ্ছা কলকাতা নাইট রাইডার্স এর পেস ইউনিটকে নতুন করে সাজানো। সেজন্যই মূলত চার জন পেসারকে ছেড়ে দিয়ে আইপিএলে নিলাম থেকে নতুন করে পেয়েছি ইউনিট করার পরিকল্পনাই তিনি।

বাংলাদেশের তাসকিন আহমেদ শেষ পর্যন্ত প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নাম তুলতে পারেন। কলকাতার জার্সিতে ২০২৪ আইপিএলটাই দেখা যেতে পারে। তাসকিন আহমেদকে যদি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি সত্যি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks