(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IndvsPak | Asia Cup 2022 | আম্পায়ার আউট দিলেন না! সততার পরিচয় দিয়ে মাঠ ছাড়লেন ফখর জামান!

IndvsPak | Asia Cup 2022 | আম্পায়ার আউট দিলেন না! সততার পরিচয় দিয়ে মাঠ ছাড়লেন ফখর জামান!

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক উত্তেজনা। ভারত-পাকিস্তান ম্যাচে সৃষ্টি হয় নানারকম ইতিহাস এবং এই হাইভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা জন্মদেয় বিভিন্ন ঘটনার। তেমনই এক ঘটনার জন্ম দিয়েছে আজকের ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই একে অপরের মুখোমুখি হয়েছ ভারত ও পাকিস্তান । দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় মাত্র ১৫ রানেই। ২.৪ ওভারের সময় ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন পাক অধিনায়ক বাবর আজম।

এরপর সাবধানতা অবলম্বন করে লম্বা জুটি গড়ার চেষ্টা চালান মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। তবে সেই জুটি লম্বা করতে পারেননি তারা। ৫তম ওভার চলাকালীন সময়ে আভেশ খানের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন ফখর জামান। তবে এই আউটের মাধ্যমে নিজের মহত্বের এবং সততার পরিচয় দিয়েছেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান।

৫.৫ ওভারের সময় আভেশ খানের এক্সর্টা বাউন্সার উঁচিয়ে মারার চেষ্টা করলে ফখর জামানের ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে। কিন্তু ফখরের ব্যাটে যে বল লেগেছে তা বুঝতে পারেননি বোলার আভেশ খান ও উইকেটরক্ষক দীনেশ কার্তিক তাই আবেদন জানাননি আম্পায়ারের কাছে। তবে সততার পরিচয় দিয়ে সোজা মাঠ ছেড়ে উঠে যান ফখর জামান। নিজের এমন মহৎ কান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ফখর জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks