(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ICC U19 World Cup 2024 এ বাংলাদেশ-ভারত ম্যাচে যেকারণে এত উত্তেজনা। কি ঘটেছিল মাঠে?

ICC U19 World Cup 2024 / ban vs ind u19 match | আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ এ ভারত-বাংলাদেশ ম্যাচে ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুইজনের ক্রিকেটারদের মাঝে বেশ কয়েকবার মাঠে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে দেখা গিয়েছে। আইসিসি যুব বিশ্বকাপ ২০২৪ আসরে নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। আর এই ম্যাচে বর্তমান যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি বাংলাদেশ যুবদল। ম্যাচে ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের মারুফ মৃধা।

ম্যাচের শেষ অংশে ৪৭ তম ওভারে মারুফ মৃধার বলে আউট হয়েছেন ভারতের মালিয়া। আর সেই আউট নিয়েই ব্যাপক হট্টগোল বাঁধে মাঠে। দুই দলের ক্রিকেটারদের মাঝে চলে চরম দ্বন্দ্ব, পরে আম্পায়ারের হস্তক্ষেপে তা মীমাংসা হয়।

মারুফ মৃধার বোলে আউট হয়ে মেজাজ হারিয়েছেন ভারতীয় বেটার মালিয়া। মাঠ ছাড়ার সময় বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন দেখে মেজাজ হারান তিনি। তেরে যান বাংলাদেশের ফিল্ডারদের দিকে । এ সময় সেখানে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম এবং বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

মারুফ মৃধার সঙ্গে যখন তর্কে জড়ান ভারতীয় এই বেটার ঠিক তখনই সেখানে, সতীত্বের পাশে দাঁড়িয়ে ভারতীয় ব্যথার কে মুখের ওপর জবাব দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি এবং বেটার আরিফুল ইসলাম।

এই ঘটনায় দ্বন্দ্ব গড়ায় চরম পর্যায়ে এই ঘটনায়, এক পর্যায়ে আম্পায়ারের হস্তক্ষেপে দুই দলের ক্রিকেটারদের মাঠের এই ঘটনা মীমাংসা করা হয়।

এর আগে এক নো বল নিয়ে বিতর্ক হয়েছিল ভারত-বাংলাদেশ ম্যাচে বাংলাদেশে বোলার ইকবাল হোসেন ইমনের বলে এমন বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিল ফিড আম্পায়ার বাংলাদেশের বোলিং ইনিংস এর সপ্তম ওভারের তৃতীয় ডেলিভারি কে নো বল ঘোষণা করে আম্পায়ার অথচ ফেয়ার ডেলিভার ছিল সেটি।

শেষ পর্যন্ত ঘটনা বহুল ম্যাচে বহু উত্তেজনা ছড়িয়ে ভারত বাংলাদেশের বিপক্ষে সংগ্রহ করে ২৫১ রান। এই ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২৫২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks