(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ICC U19 World Cup 2024 এ দুর্দান্ত জয়ের পরেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে কঠিন সমীকরণ

ICC U19 World Cup 2024 | Bangladesh u19 cricket team match | দক্ষিণ আফ্রিকায় চলছে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানের পরাজিত হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এরপর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুবদল। দ্বিতীয় ম্যাচে চমৎকার জয়ের পরেও বাংলাদেশের সামনে এখনো কঠিন সময় অপেক্ষা করছে।

টুর্নামেন্টের সুপার সিক্সে যেতে হলে বাংলাদেশ দলকে কি করতে হবে গ্রুপ পরে বাংলাদেশের হাতে এখনো বাকি আছে একটি ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রথম দুই ম্যাচে দুই রকমের ফল পাওয়ায়াই শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটিতে জিততে বাংলাদেশ সরাসরি চলে যাবে যুব বিশ্বকাপের সুপার সিক্সে। অন্যথায় বাংলাদেশকে অপেক্ষা করতে হবে অন্য দলের পারফরম্যান্সের উপর। সম্প্রতি সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সের কথা চিন্তা করলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খুব সহজেই জয় পাওয়ার কথা জুনিয়র টাইগারদের।

তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ জয়ের পরেও, একটা শঙ্কার জায়গা রয়েছে, আর সেটা হল ভারত যদি আয়ারল্যান্ডের কাছে পরাজিত হয়। এবং ভারত যুক্তরাষ্ট্রকে পরাজিত করে। তাহলে বাংলাদেশ আয়ারল্যান্ড এবং ভারতের তিন দলেরই হবে চার পয়েন্ট করে। তখন দাঁড়াবে নতুন সমীকরণ।

সে সময় সুপার পরে যেতে এই তিন দলেরই সুযোগ থাকবে সামনে। কারণ প্রত্যেক দলেরই পয়েন্ট হবে সমান চার পয়েন্ট করে। তখন নেট রান রেট এর উপর নির্ভর করবে সবকিছু। তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের জয়টা একটু বড় হওয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks