(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

icc cricket world cup news 2023 / মিরাজ ও শান্তর প্রশংসা পঞ্চমুখ হার্শা ভোগলে

icc cricket world cup news 2023 / বিশ্বকাপের উন্মাদনা চলছে ক্রিকেট বিশ্বে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর আসর শুরু হবে আগামী ৬ অক্টোবর থেকে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৭ অক্টোবর। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালায়।

বিশ্বকাপ যখন সন্নিকটে তখন বিশ্ব ক্রিকেটের বিভিন্ন দল গুলোর তারকা ক্রিকেটারদের নিয়ে বিশ্লেষণ করছে ক্রিকেট বিশ্লেষকরা। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলিলের পছন্দের দল বাংলাদেশ ক্রিকেট দল। আগের মত এবারও সাকিব আল হাসান মুশফিকুর রহিম লিটন দাসদের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে।

তবে এবার তিনি নতুন করে দুইজনকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলের জয় পরাজয় কার্যকরী ভূমিকা পালন করবে তরুণ দুই তারকার পারফরম্যান্স এমন তাই মনে করছেন হার্শা ভোগলে। সেই দুই তারকা হলেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

ভারতীয় এই ধারাভাষ্যকার মেহেদী হাসান মিরাজকে পরবর্তী সাকিব আল হাসান বলে উল্লেখ করেছেন মিরাজ ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং সব জায়গাতেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন, যেটি খুব মনে ধরেছে হার্সার।

মিরাজ প্রসঙ্গে হার্শা ভোগলে বলেন, “মিরাজ, যাকে আমি টেস্টে প্রথম দেখেছি। সে টেস্টের জন্য দারুন একজন অফ স্পিনার। এরপর বছরের পর বছর সাদা বলে তার উন্নতি দেখেছি। মাঝেমধ্যে সে ইনিংসে ওপেন করে, অবিশ্বাস্য ইনিংস খেলছে। সাত আটে থেকে ম্যাচ জিতানো কিংবা। দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। আমার মনে হয় মিরাজের মধ্যে সাকিবের গুণ রয়েছে।

কোন দিকে নাজমুল হোসেন শান্ত প্রসঙ্গে হার্শা ভোগলে বলেন, “গোটা ক্রিকেট বিশ্বের সবাই শান্তিতে মুগ্ধ। ওপেনিং কিংবা তিন নম্বর পজিশনে ধীরে ধীরে নিজের সমর্থ্য বাড়াচ্ছে সে। এমন নয় যে সে হঠাৎ আবির্ভূত হয়েছে। তার এমন ব্যাটিং মিডেল ওর্ডারে সাকিব মুশফিকের উপর চাপ কমাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks