(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ICC Cricket World Cup 2023 News / বাংলাদেশ দল বিশ্বকাপের সেমিফাইনালে গেলে তা হলে হবে মিরাকল : আকাশ চোপরা

ICC Cricket World Cup 2023 News / আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর আসর বাংলাদেশ শুরু করেছে ওয়ার্ম-আপ ম্যাচের মধ্য দিয়ে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। বিশ্বকাপের ময়দানে লড়াইয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়।

টাইগারদের মূল পর্বের লড়াই শুরু হওয়ার আগে বাংলাদেশকে নিয়ে এমনই এক মন্তব্য করলেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া, তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে টাইগার ক্রিকেট পাড়ায়। ভারতীয় এক ক্রীড়া বিশ্লেষ্যকে মতে বাংলাদেশ যদি সেমি ফাইনালে উঠতে পারে সেটি হবে মিরাকল।

কোন অঘটন না ঘটতে বাংলাদেশ সেমিফাইনালে যাবে না এমন তাই মন্তব্য করলেন আকাশ চোপরা। গত কদিন ধরে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় যা ঘটেছিল, সেটি জানা আছে আকাশ চোপড়ার। মাঠের বাহিরের এই সমস্ত ঘটনা টাইগারদের মাঠের ক্রিকেটের প্রভাব ফেলবে। এমনটাই মনে করছেন ভারতীয় এই ধারাভাষ্যকার। তাইতো বাংলাদেশ দলের শক্তির কথা বিবেচনা করে এমন মন্তব্য করেছেন তিনি।

আকাশ ছোকরা এ নিয়ে বলেন, “এমনিতে ওদের পেস বোলিং ভালো, স্পিন বিভাগও দারুণ। দুইজন ভালো মানের অলরাউন্ডার (মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান) আছে। তবে সাম্প্রতিক ঘটনা বিবেচনা করে সত্যি কথা যদি বলি, সবকিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়।”
 

এসময় আকাশ চোপড়া আরো বলেন, “ বাংলাদেশের এই দল কতদূর যাবে? আমার তো মনে হয়, এই দল শীর্ষ চারে কোয়ালিফাই করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। যা আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks