(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিভাবে লাইভ দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ ২০২৪? How to watch live Bangladesh vs Sri Lanka match 2024

শুরু হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলংকা পূর্নাঙ্গ সিরিজ। আগামীকাল ৪ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে Bangladesh vs Sri Lanka T20 series 2024. কিভাবে লাইভ দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ। কোন টিভিতে দেখা যাবে বাংলাদেশের ম্যাচ?

ban vs sl সিরিজটি শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। নতুন অধিনায়ক নাজমুল হোসাইন শান্তর নেতৃত্বে অনুশীলনও করেছে বাংলাদেশ দল। বিশ্বব্যাপী দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার এই সিরিজটি। বিশেষ করে বাংলাদেশের দর্শকরা সিরিজটি দেখতে পাবেন গাজী টিভি ও টি-স্পোর্টসের পর্দায়। GTV and T-Sports টিভি চ্যানেলে।

এমনকি অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজটি। বরাবরের মতো র‍্যাবিটহোলে দেখতে পারবেন ম্যাচ সেই সঙ্গে টি-স্পোর্টসের অ্যাপসেও দেখা যাবে ম্যাচ। Rabbitholebd app এর মাধ্যমে সাবস্ক্রাইব করে লাইভ দেখা যাবে খেলা।

এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে র‍্যাবিটহোলবিডি ইউটিউব চ্যানেলে লাইভ দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজটি। Rabbitholebd YouTube channel এ লাইভ দেখা যাবে Bangladesh vs Sri Lanka series এর ম্যাচ গুলো।

Bangladesh announced T20I and ODI squad for Sri Lanka series. / শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা। বাদ পড়েছেন সাকিব আল হাসান সমস্যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্স এর হয়ে দারুন পারফর্ম করা সাকিবকে কেন বাদ দেয়া হয়েছে জাতীয় দলের স্কোয়ার থেকে সেটা নিয়ে রয়েছে রহস্য।

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথমের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে চমক হলো বিপিএলের দারুন পারফর্ম করা জাকির আলীকে।
বাংলাদেশের ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে আছেন যারা T20I: Shanto (c), Litton, Anamul, Naim Sheikh, Tawhid Hridoy, Soumya, Mahedi, Mahmudullah, Taijul, Rishad Hossain, Taskin, Mustafizur, Shoriful, Tanzim H Sakib, Aliss Al Islam.

ODI: Shanto (c), Anamul, Soumya, Litton, Tanzid H Tamim, Mushfiqur, Tawhid Hridoy, Mahmudullah, Mehidy, Taijul, Rishad Hossin, Taskin, Shoriful, Tanzim H Sakib, Mustafizur.

আগামী ৪ মার্চ থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবকটি ম্যাচই হবে সিলেটে। ওয়ানডে সিরিজ পুরোটা হবে চট্টগ্রামে। এই সিরিজ শুরু ১৩ মার্চ।

টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও আলিস আল ইসলাম।

প্রথম দুই ম্যাচের ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks