(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Argentina | FIFA World Cup 2022 Qatar : “কাতারে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা”–লুকা মদ্রিচ।

কদিন আগে বিশ্ব ফুটবলকে নাড়িয়ে দিয়েছিল কিলিয়ান এমবাপ্পে এক মন্তব্য। ফরাসী তরুণ সে সময় বলেছিলেন, ইউরোপের দলগুলোর থেকে অনেকটাই পিছিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল। লাতিন আমেরিকার দলগুলো পিছিয়ে থাকে ইউরোপের দলগুলোর শক্তিমত্তার থেকেও

ফরাসি তারকা এই কথা মানতে নারাজ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। লাতিন আমেরিকার দলগুলো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায়। এরপর বিশ্বকাপে উঠে তারা। সেখানেও প্রতিভাবান ফুটবলার, রয়েছে আছে ভালো ভালো দল।

সম্প্রতি কাতার বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন এই মিডফিল্ডার। উয়েফা নেশনস লীগে ফান্সকে ১-০ গোলে পরাজিত করে বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেছেন মদ্রিচ। এ সময়ে উঠে এসেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কথা, তার মতোই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ফেভারিট দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে মেসিদের।

এনিয়ে লুকা মদ্রিচ বলেন, “সবশেষ বিশ্বকাপে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছি। সেই ম্যাচে আমরা জিতেছিলাম। তবে এখন আমি দেখছি তারা খুবই ভালো দল। আমার মনে হয়, গত বিশ্বকাপের চেয়ে এবার তারা অনেক শক্তিশালী।’

মদ্রিচ আরও আরো বলেন “লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দারুণ একটি দল তৈরি করেছে। মেসি খুবই ভিন্ন ধরনের খেলোয়াড়। আর্জেন্টিনা দলের সবাই এখন ঐক্যবদ্ধ। তারা খুব বেশি ম্যাচ হারেনি। টানা ৩৩ ম্যাচ অপরাজিত। এটিই অনেক কিছু প্রমাণ করে। মেসি থাকায় তারা সবসময়ই বিশ্বকাপে ফেবারিট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks